Advertisement
Advertisement
CPM

তৃণমূলকে নিশানা করতে বাসের ভুয়ো ছবি পোস্ট! চরম বিতর্কের মুখে সিপিএম

প্রশ্ন, কীভাবে কিছু না দেখে দায়িত্বজ্ঞানহীনের মতো ছবি পোস্ট করল একটি সর্বভারতীয় দায়িত্বশীল রাজনৈতিক দল?

CPM allegedly post Fake picture of Bus which they claimed TMC used | Sangbad pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:April 26, 2023 11:07 am
  • Updated:April 26, 2023 11:45 am

স্টাফ রিপোর্টার: অগ্নিগর্ভ পরিস্থিতির ভুয়ো ছবি ছড়িয়ে রাজ‌্যজুড়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। গত নির্বাচনের আগে একের পর এক এই ভুয়ো ছবি ঘিরে মুখ পুড়েছিল বিজেপির। এবার তৃণমূলের সমালোচনা করতে গিয়ে সেই ভুয়ো ছবিরই আশ্রয় নিতে হল সিপিএমকে। 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের (Abhishek Banerjee) টানা দু’মাসের কর্মসূচির বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে খোদ সিপিএমের রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বর্ষীয়ান সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্ররা ফিরিয়ে আনলেন ‘ফেক ছবি’ বিতর্ক। একটি বিলাসবহুল বাসের ছবি দিয়ে সোশ‌্যাল মিডিয়ায় লিখলেন, ‘লুটের টাকায় বিলাসবহুল রথযাত্রা বন্ধ করো, অবিলম্বে সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন করো।’ আর যে বিলাসবহুল বাস এবং বাসের ভিতরের ছবি পোস্ট করা হয়েছে সিপিএমের তরফে তা পুরোপুরি ভুয়ো বলে দাবি করল তৃণমূল (TMC)।

Advertisement

[আরও পড়ুন: কবে প্রকাশিত হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল? আভাস দিল পর্ষদ-সংসদ]

যে বাস তৃণমূলের কর্মসূচিতে ব‌্যবহার করা হচ্ছে, আর যে বাসের ছবি পোস্ট করা হয়েছে, তা পুরো আলাদা।  আর এখানেই প্রশ্ন, কীভাবে কোনও কিছু না দেখে এভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো ছবি পোস্ট করল একটি সর্বভারতীয় দায়িত্বশীল রাজনৈতিক দল। শুধুমাত্র মিথ‌্যার আশ্রয় নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে এই ভুয়ো ছবি প্রচারের আদৌ কি দরকার ছিল?  তৃণমূলের দাবি, আসলে জনবিচ্ছিন্ন সিপিএম এখন যে কোনও প্রকারে ক্ষমতায় ফিরতে চাইছে। আর তাই কখনও নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে কংগ্রেসের সঙ্গে, তলায় তলায় বিজেপির সঙ্গে জোট করছে।

Advertisement

যে বাস তৃণমূলের ‘জনসংযোগ যাত্রা’য় ব‌্যবহার হচ্ছে, তা সূর্যকান্ত মিশ্র কিংবা মহম্মদ সেলিমদের পোস্ট করা বিলাসবহুল বাসের সঙ্গে মিল নেই। আর এখানেই স্পষ্ট, মানুষকে ভুল বুঝিয়ে এবং সোশ‌্যাল মিডিয়ায় ভুয়ো ছবি ছড়িয়ে বিজেপির (BJP) পথে হাঁটতে চায় সিপিএম। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বিষয়টি থেকে কিছুটা সরে গিয়েই বলেন, “আগে তৃণমূল বলুক এত টাকা কীভাবে পাচ্ছে তারা।’’

[আরও পড়ুন: KKR-CSK ম্যাচের আগে আগ্নেয়াস্ত্র-সহ বিতর্কিত পোস্ট! বিহারের নাবালককে তলব লালবাজারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ