Advertisement
Advertisement

Breaking News

দেশপ্রিয়র পুজোয় ভিড় বাড়লে কালীঘাটে দাঁড়াবে না মেট্রো

এছাড়া শিয়ালদহ স্টেশন বিল্ডিং-এর বাইরে ভিআইপি কার পার্কিং-এর পাশেই তৈরি হচ্ছে ৫০ ফুট বাই ৩০ ফুটের টেন্ট৷ রাতের ট্রেন ফেল করলে বিশ্রাম নেওয়া যাবে এখানে।

Deshapriya Park Durga Puja May Affect Metro Service In Kalighat Metro Station
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 1, 2016 9:27 am
  • Updated:October 1, 2016 9:27 am

সুব্রত বিশ্বাস: দেশপ্রিয় পার্কের পুজো যদি গত বছরের মতো দর্শক টানে তবে, মেট্রো ও চক্ররেলের ট্রেনগুলিকে কালীঘাট স্টেশনে দাঁড় করানো যাবে না৷ মেট্রো-সহ হাওড়া ও শিয়ালদহ স্টেশন ও ওই চত্বরের নিরাপত্তা নিয়ে এদিন এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়৷ যুগ্ম নগরপাল সুপ্রতিম সরকার, আরপিএফের ডিআইজি এস কে সাইনি, এ কে সিনহা, মেট্রোর এএসসি এস সিনহা ও শিয়ালদহের ইন্সপেক্টর সুরজপ্রকাশ গুপ্তার সঙ্গে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশপ্রিয় পার্কের প্রতিমা দর্শনে অতিরিক্ত ভিড় হলে কালীঘাট স্টেশনে দাঁড়াবে না মেট্রো৷ একইভাবে চক্ররেলকেও কালীঘাটে গ্যালপ করা হবে৷ তবে অতিরিক্ত ভিড় হলেই সিদ্ধান্ত কার্যকর হবে৷ এবং তা ঘোষিত হবে অ্যাড্রেস সিস্টেমে৷ অতিরিক্ত ভিড়ে মেট্রোর দুর্ঘটনা রুখতে এই সিদ্ধান্ত৷ পাশাপাশি কালীঘাট, মহাত্মা গান্ধী ও সেন্ট্রাল স্টেশনে পুজোয় অতিরিক্ত ভিড় হয়, তাই এই স্টেশনের বাইরে যাতে ট্রাফিক ব্যবস্থা ঠিক থাকে সেজন্য কলকাতা পুলিশের সঙ্গে সহযোগিতা করবে আরপিএফ৷
একইরকমভাবে শিয়ালদহ ও হাওড়া চত্বরেও রাজ্য ও কলকাতা পুলিসের সঙ্গে থাকবে আরপিএফ৷ শিয়ালদহে পুজোর দিনগুলিতে রাত সাড়ে বারোটা থেকে ভোর ৩.১০ মিনিট পর্যন্ত বাড়তি বারো জোড়া ট্রেন চলবে৷ এই ট্রেনগুলিতে নিরাপত্তার জন্য রাজ্য পুলিশ ও আরপিএফ এসকর্ট করবে৷ জেলাগুলি থেকে প্রচুর মানুষ কলকাতায় ঠাকুর দেখতে আসবেন৷ রাতের ট্রেন কেউ ফেল করলে, বা রাতে ট্রেনে না যেতে চাইলে শিয়ালদহ স্টেশনেই অপেক্ষা করতে পারবেন৷ এজন্য শিয়ালদহ স্টেশন বিল্ডিং-এর বাইরে ভিআইপি কার পার্কিং-এর পাশেই তৈরি হচ্ছে ৫০ ফুট বাই ৩০ ফুটের টেন্ট৷ এই টেন্টে সাময়িকভাবে বিশ্রাম করতে পারবেন তাঁরা৷ শিয়ালদহ স্টেশনের নিরাপত্তা জোরদার রাখতে এন্টালি, মুচিপাড়া ও নারকেলডাঙা থানাগুলি যৌথভাবে আরপিএফ ও জিআরপি-র সঙ্গে কাজ করবে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ