Advertisement
Advertisement
Dhupguri By-Election

ধূপগুড়ি উপনির্বাচন: মমতা, অভিষেক-সহ ৩৭ জন তারকা! ভোটে জিততে প্রচারে ঝাঁপাচ্ছে TMC

তালিকায় রয়েছেন দেব, মিমি, সোহমের মতো তারকারাও।

Dhupguri By-Election: TMC releases list of 40 star campaigners including Mamata Banerjee, Abhishek Banerjee | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:August 18, 2023 2:52 pm
  • Updated:August 18, 2023 2:55 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আগামী ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Dhupguri By-election)। এখানকার বিজেপি বিধায়কের (BJP MLA) অকালমৃত্যুতে হচ্ছে উপনির্বাচন। তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেস জোট ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। প্রচারের তোড়জোড় চলছে। তবে উল্লেখ্য এই যে একটি আসনের উপনির্বাচনে শাসক এবং বিরোধী দল উভয়েই একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ধূপগুড়ি উপনির্বাচনের প্রার্থী ঘোষণার পরই নজিরবিহীনভাবে বিজেপি ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছিল। দিন দুই পর দেখা গেল, তৃণমূলও পিছিয়ে নেই। ধূপগুড়ি উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৩৭ জন তারকার নাম প্রকাশ করল শাসকদল। যদিও দলের সুপ্রিমো বা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চূড়ান্ত প্রচারসূচি এখনও ঠিক হয়নি বলেই খবর।

শুক্রবারই প্রকাশিত হয়েছে তৃণমূলের (TMC)তারকা প্রচারকের তালিকা। তাতে যেমন রয়েছে মমতা, অভিষেকের নাম, তেমনই দেব, মিমি, সোহমের মতো একঝাঁক তারকাকেও নামানো হচ্ছে প্রচারে। এছাড়া দলের বর্ষীয়ান নেতৃত্বের অনেকেই উপনির্বাচনের প্রচারক। শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম ছাড়াও যুব নেতৃত্বের তরফে সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যদের নাম রয়েছে তৃণমূলের প্রচারকের তালিকায়।

Advertisement

[আরও পড়ুন: যাদবপুরে ছাত্রমৃত্যু: ‘পরনে গামছা, রক্তাক্ত অবস্থায় নিয়ে এসেছিল,’ বিস্ফোরক সেই ট্যাক্সি চালক

এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রাজবংশী গবেষক তথা ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যাপক ডঃ নির্মলচন্দ্র রায়। তিনি গোড়া থেকেই দলের কর্মী। এলাকায় বেশ জনপ্রিয়। সবদিক বিবেচনা করে এই আসনে তাঁকেই প্রার্থী হিসেবে এগিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাঁর হয়েই এবার প্রচারে নামছেন দলের ৩৭ জন তারকা নেতানেত্রী। তবে কবে থেকে প্রচার শুরু হবে, কে কবে ধূপগুড়িতে প্রচারে যাবেন, সেসব এখনও চূড়ান্ত হওয়ার অপেক্ষা। বিজেপি (BJP) অবশ্য চমক দিয়ে ধূপগুড়ি উপনির্বাচনে পুলওয়ামা শহিদের স্ত্রীকে দাঁড় করিয়েছে। শহিদ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়ের হয়ে প্রচারে নামছেন গেরুয়া শিবিরের ৪০ জন। ফলে ভোটের আগে প্রচারযুদ্ধ ঘিরেই যেন টানটান উত্তেজনা।

Advertisement

[আরও পড়ুন: ‘দুর্নীতিতে নাম জড়ালেই তাড়াব’, বোর্ড গঠনের পরই প্রধানদের হুঁশিয়ারি শওকতের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ