সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের চার্জশিটের একটি অংশকে ঘিরে রাজ্য রাজনীতিতে পড়ে গিয়েছে তীব্র আলোড়ন। গত ২৭ ডিসেম্বর ব্যাঙ্কশাল আদালতে তদন্তকারীদের পেশ করা চার্জশিটে অভিযোগ, ‘অযোগ্য’ বা ‘নিজেদের লোক’কে চাকরি পাইয়ে দিতে সুপারিশ করেছিলেন দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষেদের মতো বিজেপি নেতারা। সেই তালিকায় নাম রয়েছে রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের নামও।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চার্জশিট দাখিল করেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। সেখানে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে বলে শোনা যাচ্ছিল। জানা গিয়েছে, সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর। নাম আছে প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের। প্রসঙ্গত, দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন। পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগ দেন।
এদিকে ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিশ সুপার ছিলেন। পরে ২০২১ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তিনি বিজেপির প্রার্থী হলেও ভোটে জিততে পারেননি। দুজনেই দীর্ঘদিন ধরে বিজেপির নেতা হিসেবে পরিচিত। বঙ্গ বিজেপির উপরের সারির পরিচিত মুখও বটে। ফলে যে বিজেপি শিক্ষক দুর্নীতিতে রাজ্যের শাসক দলের দিকে আঙুল তোলে, তারাও এবার অভিযোগের তালিকায় চলে এল! এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে, দিব্যেন্দু অধিকারী ২০ জনের নাম সুপারিশ করেছিলেন। ভারতী ঘোষ চারজনের নাম সুপারিশ করেন। সিবিআইয়ের এই তথ্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। দিব্যেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। শুভেন্দু দীর্ঘদিন ধরে চাকরি দুর্নীতির ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব। ফলে বিরোধী দলনেতা ও বঙ্গ বিজেপি কোন পথে বিরোধিতার সুর করবে? সেই নিয়েও প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।
গত বছর জুন মাস নাগাদ সিবিআই তদন্তকারীরা সল্টলেকের বিকাশ ভবনের ওয়্যার হাউসে হানা দিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তল্লাশির পর একাধিক নথি উদ্ধার হয়েছিল। সেই নথি থেকেই এই সুপারিশের তালিকা সামনে এসেছে বলে খবর। সুপারিশের ওই তালিকা সেই সময়ের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছিল বলে খবর। সিবিআইয়ের তথ্য অনুসারে, মোট ৩২৪ জনের সুপারিশ আছে। সেই তালিকা থেকে ১৩৪ জনের চাকরি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.