Advertisement
Advertisement
Dilip ghosh

‘জেলার সব আসন ছিনিয়ে নেব, কীভাবে আটকাবেন ভাবুন’, জ্যোতিপ্রিয়কে হুঁশিয়ারি দিলীপের

'মানুষ তৃণমূলকে বিশ্বাস করে না', মন্তব্য দিলীপের।

Dilip Ghosh attacks Jyotipriyo Mullick on tuesday | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 17, 2020 12:15 pm
  • Updated:November 17, 2020 12:15 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: প্রাতঃভ্রমণে বেরিয়ে এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriyo Mullick) নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হুঁশিয়ারি দিলেন উত্তর ২৪ পরগনার সমস্ত আসন ছিনিয়ে নেওয়ার। আত্মবিশ্বাসী সুরে বললেন, একুশে বাংলার দায়িত্ব পাবে বিজেপিই।

অন্যন্যদিনের মতোই মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। গিয়েছিলেন ইকো পার্কে। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেন তিনি। ‘বিজেপি ভোটের জন্য বাংলায় অস্ত্র আনছে’, খাদ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে বলেন, “উনি নিজে যা যা করেছেন, এখন সেসবই বলছেন। লোক জানে কে কী করছে, হিসেব হবে একুশ সালে। আমরা সাধারণ মানুষের উপর ভরসা করি। তাঁদের সিদ্ধান্তই ঠিক। সবার চরিত্র তাঁরা জানে। আমরা পরীক্ষা দিতে রাজি আছি। ওনারাও পরীক্ষা দিক।” ‘আবগারি দপ্তর থেকে কাটমানি আসে বিজেপির দপ্তরে!’, জ্যোতিপ্রয় মল্লিকের এই অভিযোগের পালটা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন বিজেপি সাংসদ। বলেন, “যেমন নেত্রী, তেমন তাঁর চ্যালা! ওনার নেত্রী সেনাকে তোলাবাজ বলেছিলেন। যারা দেশের সেনাকে বিশ্বাস করে না, পুলিশে বিশ্বাস করে না। মানুষ তাঁদের বিশ্বাস করে না। হুমকির সুরে এদিন দিলীপ ঘোষ বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের জেলার দুটো আসন বিজেপি ইতিমধ্যেই দখল করেছে। বাকি গুলোও করব।”

Advertisement

Advertisement

[আরও পড়ুন: বিতর্কের মাঝে এবার বাঁকুড়ায় বিরসা মুন্ডার প্রকৃত মূর্তি তৈরির ঘোষণা তৃণমূলের]

প্রাতঃভ্রমণ সেরে এদিন রুরির কাছে চা চক্রে যোগ দেন সাংসদ। মজার ছলে আলোচনা করেন বাংলার রাজনীতি নিয়ে। যদিও সেখানেও প্রতিপক্ষকে নিশানা করতে ছাড়েননি তিনি। পাশাপাশি, করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন, সকলকে সাবধানে থাকার পরামর্শ দেন।

[আরও পড়ুন: বিহারের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বাংলার বধূ, খুশির হাওয়া প্রতিবেশীদের মধ্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ