Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

RG Kar আবহে ডাক্তারদের মনের কথা শুনবেন মমতা, ডাকা হল ‘আন্দোলনকারী’ অনিকেতদেরও

ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানানো হল।

Doctors to meet CM Mamata Banerjee in Kolkata in next month
Published by: Sucheta Sengupta
  • Posted:January 9, 2025 4:18 pm
  • Updated:January 9, 2025 4:44 pm  

অভিরূপ দাস: আর জি কর আবহে চিকিৎসকদের একটা বড় অংশই আন্দোলনে নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন। অনেকে মুখ্যমন্ত্রীর ইস্তফাও দাবি করেন।  বিশেষ করে আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ওই সময়েও সুরাহা চেয়ে তাঁদের অনেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন। একাধিক বৈঠকের পরও তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের পথে হাঁটেননি।  শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে তা তুলে কাজে যোগ দেন আন্দোলনকারীরা। এই আবহে পরিস্থিতি আরও খানিকটা স্বাভাবিক করে তুলতে এবার চিকিৎসকদের মনের কথা শুনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে জানানো হল, আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের ‘ধনধান্য’ প্রেক্ষাগৃহে হবে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী ও চিকিৎসকরা। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘চিকিৎসার অপর নাম সেবা’।

বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত। ছিলেন ডাক্তার যোগীরাজ রায়ও। তাঁরা জানিয়েছেন, আর জি করের ঘটনার পর চিকিৎসকদের একাংশের মনে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা মুছে দিতে তৎপর খোদ মুখ্যমন্ত্রী। তিনি সমস্ত ডাক্তারের মনের কথা শুনবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি আলিপুরের প্রেক্ষাগৃহে হবে এই বৈঠক। আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, জুনিয়র চিকিৎসক, পড়ুয়াকে। জেলা হাসপাতাল ও ব্লক হাসপাতালগুলির চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা এই বৈঠকে যোগ দিতে পারবেন। 

Advertisement

স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলের তরফে চেয়ারম্যান ডাক্তার সৌরভ দত্ত জানান, ‘চিকিৎসার অপর নাম সেবা’ –  এই শীর্ষ একটি অনুষ্ঠান হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। আর জি কর আবহে রাজ্য সরকারের সঙ্গে তাঁদের সাময়িক দূরত্ব ঘোচাতে মনের কথা শুনবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে কেউ ব্রাত্য নন। আন্দোলনকারী চিকিৎসকরাও আমন্ত্রণ পাচ্ছেন। অনুষ্ঠানে যোগ দিতে পারেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররাও। তাঁদের কথাও শুনবেন মমতা। তবে এখনও এই বৈঠক নিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে কিছু জানানো হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement