Advertisement
Advertisement
Dumdum Airport

আহমেদাবাদ থেকে শিক্ষা, দমদম বিমানবন্দর লাগোয়া এলাকায় নির্মাণ নিয়ে জারি নতুন নির্দেশিকা

বিমানবন্দর কর্তৃপক্ষের নোটিস এল মধ্যমগ্রাম পুরসভায়, কী জানালেন মন্ত্রী রথীন ঘোষ।

Dumdum Airport authority issues new notification in making building after Ahmedabad Plane Crash
Published by: Sucheta Sengupta
  • Posted:June 19, 2025 5:23 pm
  • Updated:June 19, 2025 5:30 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আহমেদাবাদে বিমান বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সতর্ক হল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। রানওয়ের দু’পাশে বাড়ির উচ্চতা নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানিয়েছেন মন্ত্রী রথীন ঘোষ। মধ্যমগ্রামের বিধায়ক হিসাবে এদিন তিনি বক্তব্য রেখেছেন। তাঁর কথায়, বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে কোনও নির্মাণ করতে হলে কর্তৃপক্ষের NOC নিতে হবে বলে জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমতি দেওয়ার পরই পুরসভার অনুমোদন মিলবে বলে জানানো হয়েছে। মধ্যমগ্রাম পুরসভার তরফে আগেই এই নিয়ম চালু হয়েছিল বলে জানিয়েছেন রথীন ঘোষ। এবার নয়া নির্দেশিকায় কী রয়েছে, তা খতিয়ে দেখা হবে জানান তিনি।

Advertisement

দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে মধ্যমগ্রাম, নিউ বারাকপুর ছাড়াও কলকাতার কিছুটা অংশ চলে আসে। গত ১২ জুন আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের মৃত্যুর পর ঝুঁকি এড়াতে নয়া নির্দেশিকা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছিল বিমানবন্দর লাগোয়া বি জে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর। সেখানে যাঁরা খাওয়াদাওয়া করছিলেন, মৃত্যু হয় তাঁদের কারও কারওরও। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিমানবন্দর সংলগ্ন মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম পুরসভাকে নোটিস পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে বহুতল নির্মাণ করতে হলে কর্তৃপক্ষের NOC বাধ্যতামূলক করা হচ্ছে। তবে আগে বিমানবন্দরের ফানেল এরিয়া মধ্যমগ্রামে ২৬,২৭,২৮ নং ওয়ার্ডে দোতলার বেশি করা যাবে না বলে নির্দেশিকা ছিলই।

এছাড়া নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, নিউ বারাকপুরের ফতেশা খালের পাশে বহুতল নির্মাণে নিতে হবে বিশেষ অনুমতি। বাড়ি তৈরি করতে গেলে আবেদন করতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষের। অনলাইনে সেই আবেদন করতে হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে তবে প্ল্যান দেবে পুরসভা। আগে সর্বোচ্চ ৪৫ মিটার উচ্চতায় বাড়ি করতে দেওয়া হত। এবার সেই উচ্চতা নিয়ন্ত্রিত হবে বলে সূত্রের খবর। কিন্তু প্রশ্ন উঠছে, যেসব বহুতল আগে থেকেই রয়েছে সেগুলো নিয়ে কী সিদ্ধান্ত হবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement