Advertisement
Advertisement

দমদম স্টেশনের মাঝে লাইনের ক্রসিংয়ে ফাটল, বিপত্তি

চরম দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীরা৷

Dumdum railway line hazard, daily passengers in trouble
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 24, 2016 12:57 pm
  • Updated:December 24, 2016 12:57 pm  

স্টাফ রিপোর্টর: দমদম-দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে দুই লাইনের ক্রসিংয়ে ফাটল৷ যার জেরে শনিবার সকাল থেকেই ব্যাহত হল শিয়ালদহ মেইন এবং উত্তর শাখার ট্রেন চলাচল৷ চরম দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীরা৷ ভোর থেকেই এই সমস্যা চলতে থাকে৷ বিভিন্ন স্টেশনে একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন আটকে পড়ে৷ পরিস্থিতি স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যায়৷ যদিও রেলের তরফে লাইনে ফাটলের কথা স্বীকার করা হয়নি৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “ডায়মন্ড ক্রসিংয়ের কাজ হচ্ছিল সেখানে৷ গতকাল রাত থেকে আজ ভোর ছ’টা পর্যন্ত তাই ব্লক করা হয়েছিল৷ কিন্তু কাজ শেষ হতে দেরি হয়ে যাওয়াতেই সমস্যা তৈরি হয়েছে৷ ফাটলের কোনও ঘটনা ঘটেনি৷” এদিকে এদিন সকালে এই ঘটনার জেরে সাধারণ মানুষ সমস্যায় পড়েন৷ অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেন৷ গন্তব্যে পৌঁছতে প্রত্যেকেরই দেরি হয়ে যায়৷ যাত্রীদের বক্তব্য, কোনওদিন সিগন্যালে বিভ্রাট, কোনওদিন লাইনে ফাটল৷ সমস্যা লেগেই থাকে এই লাইনে৷ পরিষেবা ভাল করার কোনও ইচ্ছাই নেই কর্তৃপক্ষের৷ ফলে উৎসবের মরশুমে যাত্রী দুর্ভোগ এড়ানো গেল না এদিন৷

Advertisement

দমদম-দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে এক ও দুই নম্বর লাইনের ক্রসিংয়ে এদিন ফাটল দেখা যায়৷ সকালবেলা রেলের আধিকারিকরাই তা দেখেন৷ বন্ধ করে দেওয়া হয় ওই দুই লাইন দিয়ে ট্রেন চলাচল৷ ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা৷ বেলায় পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement