Advertisement
Advertisement
Durga Puja Carnival 2023

Durga Puja Carnival 2023: পুজো শেষ হতেই শুরু কার্নিভ্যালের প্রস্তুতি, মুখ্যমন্ত্রীর জন্য কমছে মঞ্চের উচ্চতা

এবারের কার্নিভ্যালে অংশ নিতে চলেছে একশোটিরও বেশি পুজো।

Durga Puja Carnival 2023: Special stage for Mamata Banerjee in Durga Puja carnival
Published by: Sulaya Singha
  • Posted:October 25, 2023 1:39 pm
  • Updated:October 25, 2023 6:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে শেষ পুজোর কয়েকটা দিন। তবে শহর কলকাতায় এত সহজে পুজোর রেশ কাটছে না। কারণ ২৭ অক্টোবর অর্থাৎ শুক্রবারই রেড রোডে বসবে বর্ণাঢ্য কার্নিভ্যালের আসর। আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে।

এবারের পুজো কার্নিভ্যালে (Durga Puja Carnival 2023) অংশ নিতে চলেছে একশোটিরও বেশি পুজো। জানা গিয়েছে, প্রতিটি পুজো কমিটিকে প্রদর্শনীর জন্য দু’মিনিট করে সময় দেওয়া হবে। রেড রোডে কার্নিভ্যালের সাক্ষী থাকার জন্য মোট ১৮ হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে। ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে কার্নিভ্যালের উদ্বোধন হবে বলে খবর। গত বছরই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। তাই গতবারের মতো এবারও আমন্ত্রণ জানানো হয়েছে ইউনেস্কোর প্রতিনিধিদের।

Advertisement

Advertisement

[আরও পড়ুন: ধনতেরাসের আগে আগুন দেশের সোনার বাজারে! ইজরায়েল-হামাস সংঘর্ষের জের?]

পায়ে চোট থাকায় এবছর পুজোয় কোনও মণ্ডপে যেতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের কার্যালয় থেকেই ভারচুয়ালি কলকাতা তথা রাজ্যের বিভিন্ন পুজোর উদ্বোধন করেছিলেন। এমনকী চেতলা অগ্রণী ক্লাবের প্রতিমার চক্ষুদানও করেন ভারচুয়ালি। কিন্তু এবার পুজো কার্নিভ্যালে তিনি হাজির থাকবেন বলেই খবর।

রেড রোডে অতিথিদের জন্য যে মঞ্চ তৈরি হচ্ছে, তার উচ্চতা অন্যান্য বারের তুলনায় এবার অনেকটাই কম। পাশাপাশি একটি দীর্ঘ স্লোপ বা ব়্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। যার মাধ্যমে মঞ্চে পৌঁছে যাবেন মমতা। অর্থাৎ পায়ে চোট নিয়ে যে সিঁড়ি ভেঙে উঠবেন না, সেটাই স্পষ্ট। নবান্ন সূত্রে খবর, সাধারণ দর্শকদের জন্য প্রায় ১৫ হাজার আমন্ত্রণপত্র ইতিমধ্যেই বিলি করা হয়েছে। পাশাপাশি কার্নিভ্যালে বিদেশি পর্যটকদের আনার বিষয়ে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর।

[আরও পড়ুন: বিসর্জনকে কেন্দ্র করে তুমুল অশান্তি, প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা, রণক্ষেত্র কান্দি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ