Advertisement
Advertisement
ED

চিটফান্ড মামলায় কলকাতা-হাওড়ায় হানা ইডির, তল্লাশি ব্যবসায়ী ও আইনজীবীর বাড়িতে

অভিযোগ, প্রভাবশালীদের হয়ে আইনি লড়াই লড়েছেন এই আইনজীবী।

Ed raid in a businessman and lawyer's house in Kolkata | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 1, 2023 12:25 pm
  • Updated:March 1, 2023 12:43 pm  

অর্ণব আইচ: সাতসকালে চিটফান্ড মামলায় শহর জুড়ে তল্লাশি ইডির (ED)। বুধবার সকালে ইডি আধিকারিকরা তিনটি দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে ৩ টি জায়গায়। তার মধ্যে রয়েছে এক আইনজীবী ও এক ব্যবসায়ীর বাড়ি।

সূত্রের খবর, বুধবার সকাল ৭ টা নাগাদ দুটি চিটফান্ড কাণ্ডের তল্লাশিতে নামেন ইডি আধিকারিকরা। একটি দল যায় কেয়াতলা রোডে। সেখানে এক ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। একটি দল গিয়েছে হাওড়ার জগাছা এলাকায় ও আরেকটি দল আলিপুরের বর্ধমান রোডের একটি আইনজীবীর বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীতে বাড়ি ঘিরে ফেলে দীর্ঘক্ষণ ধরে সেখানে চলছে তল্লাশি। যদিও এই তল্লাশি প্রসঙ্গে এখনও কোনও তথ্য দেয়নি ইডি।

Advertisement

[আরও পড়ুন: ‘না পোষালে ছেড়ে দিন, কেন্দ্রীয় সরকারের চাকরি করুন’, এবার ডিএ আন্দোলনকারীদের তোপ ফিরহাদের]

শোনা যাচ্ছে, এই প্রথম নয়। এর আগেও আলিপুরের বর্ধমানের রোডের ওই আইনজীবী ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়েছিলেন। সূত্রের খবর, চিটফান্ড মামলায় একাধিক প্রভাবশালীর হয়ে আইনি লড়াই লড়েছিলেন এই আইনজীবী। তাঁর কাছে লেনদেনের তথ্যও রয়েছে বলে অনুমান ইডি আধিকারিকদের। সেই কারণেই এই তল্লাশি। এদিন বেশ কিছু নথি দেখিয়ে ওই আইনজীবীকে জেরা করা হচ্ছে বলে খবর। 

[আরও পড়ুন: মডেল সাগরদিঘি, পঞ্চায়েতে একের বিরুদ্ধে এক লড়াইয়ের ডাক অধীরের! ‘ষড়যন্ত্র’ বলছে তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement