১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা, শিয়ালদহ শাখায় বাড়তি ট্রেন চলবে রবিবার

Published by: Anwesha Adhikary |    Posted: May 31, 2023 3:23 pm|    Updated: May 31, 2023 3:23 pm

Extra train service at Sealdah Division on Sunday for Kolkata Police recruitment exam | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

স্টাফ রিপোর্টার: রবিবার কলকাতা পুলিশের (Kolkata Police) কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা। সেই জন‌্য শিয়ালদহ ডিভিশনের ট্রেনের পরিষেবা সপ্তাহের অন‌্য দিনগুলির মতো থাকবে ওই দিনেও। যাতায়াতের সুবিধার জন‌্য সকাল আটটা থেকে চারটে পর্যন্ত ট্রেন চলাচল সাধারণ দিনের মতো থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) ট্রেন চলাচল অন‌্য দিনের মতো থাকলেও হাওড়া ডিভিশনের পরিষেবার কোনওরকম হেরফের হচ্ছে না। আপাতত রবিবারের মতো চলবে বলেই রেল জানিয়েছে।

[আরও পড়ুন: ‘ভাইঝিকে হেনস্তা করা হয়নি, ফাঁসানো হচ্ছে ব্রিজভূষণকে’, বিস্ফোরক নির্যাতিতা কুস্তিগিরের কাকা]

দুই ডিভিশনের দুই ব‌্যবস্থায় বেজায় চটেছেন হাওড়া ডিভিশনের পরীক্ষার্থীরা। তাদের দাবি, সেদিন শিয়ালদহের মতো হাওড়াতেও (Howrah) বাড়তি পরিষেবা দিতে হবে। যদিও পূর্ব রেলের মুখ‌্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, পুলিশ বিভাগ থেকে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন‌্য শিয়ালদহ ডিভিশনেই অন‌্য দিনের মতো সংখ‌্যক ট্রেন চাওয়া হয়েছে। তাই আবেদন মঞ্জুর হয়েছে। হাওড়া ডিভিশনের কোনও দাবি না থাকায় ট্রেন চলাচল বাড়ানো হয়নি। রবিবার ওই ডিভিশনে প্রায় পঁচিশ শতাংশ ট্রেন কম চলে বলে জানা গিয়েছে। তবে পরীক্ষার্থীদের দাবি হাওড়া ডিভিশনে ট্রেন বাড়ানো না হলে সমস্যা হবে যথেষ্টই।

প্রসঙ্গত, কলকাতা পুলিশে শূন্যপদের সংখ্যা ১০ হাজারেরও বেশি। সেখানে রয়েছে সার্জেন্ট, সাব ইন্সপেক্টর, কনস্টেবলের মতো একাধিক পদ। আগামী ৩ জুন কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষা হবে। আগের তুলনায় বাড়ানো হয়েছে মহিলা কনস্টেবলের পদও। রাজ্যের নানা প্রান্ত থেকেই পরীক্ষার্থীরা যাতায়াত করবেন বলেই জানা গিয়েছে। সেই জন্য রবিবারেও বেশি সংখ্যক ট্রেনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। তবে হাওড়া ডিভিশনে মিলবে না বেশি ট্রেনের ব্যবস্থা।

[আরও পড়ুন: ৩ বছর নয়, স্নাতক ডিগ্রি মিলবে ৪ বছরে, জানিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে