Advertisement
Advertisement

Breaking News

Federal Bank

কলকাতায় ৫০ বছর, গ্রাহক পরিষেবায় নয়া নজির ফেডেরাল ব্যাঙ্কের

সম্প্রতি ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট খোলা হয়েছে সল্ট লেকে।

Federal Bank Marks Glorious 50 Years of Presence in Kolkata। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 16, 2023 6:32 pm
  • Updated:December 16, 2023 6:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে পাঁচ দশক। নতুন মাইলফলকে পা দিল ফেডেরাল ব্যাঙ্ক (Federal Bank)। দেশের শীর্ষস্থানীয় এই ব্যাঙ্কের বয়স ৯০ বছরেরও বেশি। কিন্তু ‘সিটি অফ জয়’-এর সঙ্গে তার সম্পর্কের হাফসেঞ্চুরি হল এবার। কলকাতা ও ফেডেরাল ব্যাঙ্কের সম্পর্কের এই নয়া নজির নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানের সঙ্গে এই শহরের যোগসূত্রকেই চিহ্নিত করছে।

শুনলে অবাক হতে হয় এই বাংলায় ৩৩টি শাখা রয়েছে ব্যাঙ্কের। যার মধ্যে ২২টিই কলকাতায় (Kolkata)। গত বছর থেকে ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট খোলা হয়েছে সল্ট লেকে। ‘আজাদি কা অমৃত মহোৎসবে’ এটাই তাদের নয়া পদক্ষেপ। রিটেল থেকে কমার্শিয়াল কিংবা কর্পোরেট অথবা এসএমই- সব ক্ষেত্রেই দুর্দান্ত অবস্থান ফেডেরাল ব্যাঙ্কের।

Advertisement

[আরও পড়ুন: নিজেদের সেনার হাতেই খুন ৩ ইজরায়েলি পণবন্দি, নেতানিয়াহু বললেন, ‘এ দুঃখ অসহনীয়’]

এখানেই শেষ নয়। বর্তমান অর্থবর্ষেই টালিগঞ্জ, যাদবপুর ও নিউ আলিপুরে খুলেছে ব্যাঙ্কের নয়া শাখা। যা বুঝিয়ে দিচ্ছে, আগামিদিনে শহর কলকাতায় আরও নতুন নতুন শাখা খুলে গ্রাহক পরিষেবায় নয়া দিগন্ত ছোঁয়াই তাদের লক্ষ্য।

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ কি থামবে? বড় ঘোষণা পুতিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ