Advertisement
Advertisement

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই জ্যোতি সিনেমা হল

প্রাণহানির আশঙ্কা না থাকলেও এই ঘটনার ফলে হলটি সম্পূর্ণ পুড়ে গেছে৷

Fire breaks out at Jyoti cinema Hall  in Kolkata

প্রতীকী ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 4:55 pm
  • Updated:October 2, 2016 4:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোররাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল মধ্য কলকাতার অন্যতম পুরনো সিনেমা হল৷ অন্যান্য অনেক সিনেমা হলের মতই ২০০৮ সালে বন্ধ হয়ে যায় হলটি৷ কিন্তু শনিবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ফলে কার্যত ভগ্নস্তূপে পরিণত হল এই সিনেমা হল৷

১৯৩০ সালে কলকাতার এসপ্ল্যানেড চত্বরে এই হল তৈরি হয়৷ তখন রমরমিয়ে চলত এই হল৷ ১৯৭০ নাগাদ কলকাতার সেরা হলগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে জ্যোতি৷ ধীরে ধীরে মাল্টিপ্লেক্সের যুগে অন্যান্য অনেক সিঙ্গল স্ক্রিন হলের মতই জৌলুস হারায় এটি৷ তাই ২০০৮ সালে সরকারি ভাবে হলটি বন্ধ হয়ে যায়৷ কিন্তু তাও রয়ে গিয়েছিল বিনোদনপ্রেমী বাঙালির স্মৃতিতে৷

Advertisement

কিন্তু শনিবার ভোর রাতে পরিত্যক্ত হলটিতে হঠাৎ আগুন লাগে৷ দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷

Advertisement

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাণহানির আশঙ্কা না থাকলেও এই ঘটনার ফলে হলটি সম্পূর্ণ পুড়ে গেছে৷ ঘটনায় সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়ালেও আশেপাশের অন্যান্য দোকানে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন দমকল কর্মীরা৷ যদিও কীভাবে এই অগ্নিকান্ড ঘটল তা এখনও জানা যায়নি৷অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে ঘটল তা তদন্ত করে খতিয়ে দেখা হেব বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ