Advertisement
Advertisement

Breaking News

বহুতল, অগ্নিকাণ্ড

বহুতলের আগুন নিয়ন্ত্রণে, প্রচণ্ড তাপে ভেঙে পড়ল দেওয়ালের একাংশ

শুক্রবার সকালে আগুন লেগে যায় এক্সাইড মোড়ের কাছে একটি বহুতলে।

Fire is under control in a highrise building near Exide more
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 26, 2019 12:21 pm
  • Updated:April 26, 2019 12:21 pm

অর্ণব আইচ: প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এল এক্সাইড মোড়ে বহুতলের আগুন। তবে প্রচণ্ড তাপে ওই বহুতলের দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে। বাড়িটির বিভিন্ন জায়গায় ফাটলও দেখা দিয়েছে। আপাতত ওই বহুতলটিকে ঠাণ্ডা করার কাজ করছেন দমকলকর্মীরা। ঠিক কী কারণে ওই বহুতলে এমন বিধ্বংসী আগুন লাগল, তা ফরেন্সিক বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।

[ আরও পড়ুন: আগুনের স্মৃতি অতীত, ৭ মাস পর বাগরি মার্কেট খোলায় স্বস্তিতে ব্যবসায়ীরা]

এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোড ও বিশপ লেফ্রয় রোডের সংযোগস্থলে একটি বহুতলে শুক্রবার সকালে আগুন লেগে যায়। জানা গিয়েছে, বহুতলটির চারতলায় একটি ফ্যাশন ডিজাইনিং সংস্থা অফিস আছে। সকাল ৯টা নাগাদ সেই অফিসের জানলা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই সংস্থার নিরাপত্তারক্ষী জানিয়েছেন, যখন আগুন লাগে, তখন সবেমাত্র অফিসটি খুলেছে। দু’একজন কর্মীও চলে এসেছিলেন। পোড়া গন্ধ পেয়ে তড়িঘড়ি সকলেই নিচে নেমে যান। এদিকে ততক্ষণে আগুন ভয়াবহ আকার নিয়েছে। খবর দেওয়া হয় দমকলে।

Advertisement

একে একে এক্সাইড মোড়ের কাছে ওই বহুতলে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন। কিন্তু প্রচণ্ড ধোঁয়া ও তাপের কারণে আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। চারতলার ঠিক কোন জায়গায় আগুন লেগেছে, তাও বোঝা যাচ্ছিল না। শেষপর্যন্ত প্রায় ঘণ্টা দুয়েকে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে দমকলকর্মীরা যখন আগুন উৎসস্থলে পৌঁছান, তখন আবার প্রচণ্ড তাপে হুড়মু়ড়িয়ে ভেঙে পড়ে দেওয়ালের একাংশ। যাঁরা আগুন নেভানোর কাজ করছিলেন, বরাতজোরে তাঁরা রক্ষা পান। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুনে প্রচণ্ড তাপে ওই বহুতলের দেওয়ালে অনেক জায়গায় ফাটল ধরেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, চারতলা ফ্যাশন ডিজাইনিং সংস্থার অফিসে এসি-তে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। আপাতত বাড়িটি ঠাণ্ডা করার কাজ চলছে। তারপর আগুন লাগার কারণ খতিয়ে দেখতে যাবেন ফরেন্সিক বিশেষজ্ঞ।

Advertisement

[ আরও পড়ুন: এসিতে হাত, চলন্ত অ্যাপক্যাবে মূক শিশুর হাত মুচড়ে দিল চালক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ