Advertisement
Advertisement

Breaking News

‘কলকাতাকে সবুজ করাই চ্যালেঞ্জ’, মেয়র হয়েই বার্তা ফিরহাদের

মেয়র ও ডেপুটি মেয়রকে শুভেচ্ছা মমতার৷

 Firhad Hakim takes oath as new mayorb
Published by: Tanujit Das
  • Posted:December 3, 2018 4:43 pm
  • Updated:December 3, 2018 10:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “কলকাতাকে দূষণমুক্ত ও সবুজ করে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷” কলকাতা পুরসভার মেয়র পদে বসেই জানালেন ফিরহাদ হাকিম৷ এও জানালেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নপূরণ করাই তাঁর একমাত্র লক্ষ্য। তাঁকে ও ডেপুটি মেয়র অতীন ঘোষকে শুভেচ্ছা জানিয়ে আরও ভাল নাগরিক পরিষেবা দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ দায়িত্ব নিয়েই নিজের আগামী দিনের পরিকল্পনার ইঙ্গিত দিয়ে রাখলেন কলকাতার নতুন মেয়র। জানিয়ে দিলেন, তাঁর প্রথম ও প্রাথমিক লক্ষ্য শহরকে দূষণমুক্ত করা এবং সার্বিক সবুজায়ন। কলকাতার নতুন মেয়রের ঘোষণা, শহরকে সবুজ করার কাজে যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তাঁদের ৯০ শতাংশ কর ছাড় দেবে কলকাতা পুরসভা৷ 

[জোর ধাক্কা বিজেপির, রথযাত্রায় থাকতে নারাজ কুমার শানু]

Advertisement

সোমবারই কলকাতা পুরসভায় মেয়র পদে নির্বাচন ছিল৷ নির্বাচনে ১২১ জন তৃণমূল কাউন্সিলরের ভোট পান ফিরহাদ৷ শারীরিক অসুস্থতার জন্য ভোট দেননি একজন তৃণমূল কাউন্সিলর৷ পাশাপাশি, তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী মীনা দেবী পুরোহিত পান পাঁচটি ভোট৷ তাঁকে ভোট দেন বিজেপির পাঁচ কাউন্সিলর৷ সোমবার এই ভোটগ্রহণ পর্বের শেষের দিকে কলকাতা পুরসভায় হাজির হন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ সূত্রের খবর, ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার আগে ফোনে শোভনের সঙ্গে কথা বলেন ফিরহাদ৷ প্রাক্তন মেয়রকে ভোট দিতে আসার জন্য অনুরোধ করেন তিনি৷ দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুর ডাকে সাড়া দিয়ে এবং দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে শোভনও তাঁর ভোটটি দেন ববি হাকিমকে৷ নতুন দায়িত্বে শপথ নেওয়ার জন্য ফিরহাদকে অভিনন্দন জানান শোভন৷ আগামী দিনে তাঁর সাফল্যও কামনা করেছেন পুরসভার প্রাক্তন মেয়র। মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেনি বাম ও কংগ্রেস৷ এই ভোটের বিরোধিতা করে পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের ঘরের সামনে বিক্ষোভও দেখান তাঁরা৷

Advertisement

[রাজ্যে শিক্ষক নিয়োগে কাটল জটিলতা, স্থগিতাদেশ প্রত্যাহার হাই কোর্টের]

নতুন মেয়র ও ডেপুটি মেয়রকে স্বাগত জানাতে কয়েকদিন ধরেই জোর প্রস্তুতি চলছিল কলকাতা পুরসভা অন্দরে৷ নতুন করে রঙ করা বিভিন্ন আসবাবপত্রে, সাজানো হয় মেয়র ও ডেপুটি মেয়রের ঘর৷ সমর্থকদের জয়ধ্বনির মধ্যেই পুরসভায় প্রবেশ করেন সদ্য নির্বাচিত মেয়র ও ডেপুটি মেয়র। তাঁদের পুষ্প স্তবক দিয়ে স্বাগত জানান চেয়ারপার্সন মালা রায় ও পুর কমিশনার খলিল আহমেদ৷ এরপরেই অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ পর্ব৷ ফিরহাদ হাকিমকে শপথবাক্য পাঠ করান মালা রায়। এরপর ডেপুটি মেয়র ও অন্যান্য মেয়র পারিষদদের শপথবাক্য পাঠ করান ফিরহাদ। উল্লেখ্য, স্ত্রী ও দুই মেয়েকে সঙ্গে নিয়ে এ দিন শপথ নিতে এসেছিলেন ফিরহাদ৷ একইভাবে শপথগ্রহণ অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে আনেন অতীন ঘোষও।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ