Advertisement
Advertisement

Breaking News

গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিচারপতি কারনানের বাড়িতে হাজির ১০০ পুলিশ

উপস্থিত ছিলেন ডিজি সুরজিত্‍ করপুরকায়স্থ, কলকাতার নগরপাল রাজীব কুমার ও এডিজি৷

Following SC's order Justice Karnan handed over arrest warrant by WB DGP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 17, 2017 9:11 am
  • Updated:March 17, 2017 9:11 am

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে কলকাতা হাই কোর্টের বিচারপতি সি এস কারনানের হাতে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা ধরালেন রাজ্য পুলিশের ডিজি৷ শুক্রবার বেলা এগারোটা নাগাদ ডিজি সুরজিত্‍ করপুরকায়স্থ, কলকাতার নগরপাল রাজীব কুমার ও এডিজি (সিআইডি)-কে সঙ্গে নিয়ে নিউটাউনে কারনানের বাড়িতে যান৷ বেশ কিছু পুলিশ কর্মীও হাই কোর্টের বিচারপতির বাড়ির কাছেই ছিলেন৷ সুপ্রিম কোর্ট আদালত অবমাননায় হাই কোর্টের বিচারপতি কারনানকে গত ১০ মার্চ জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে৷ নির্দেশ পালনের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্য পুলিশের মহানির্দেশককে৷ এদিন সেই নির্দেশও কার্যকর করেন পুলিশের ডিজি৷

উল্লেখ্য, বিচারবিভাগীয় ইতিহাসে এই প্রথম কোনও হাই কোর্টের বিচারপতিকে আদালত অবমাননার নোটিস পাঠানো হয়৷ ফেব্রুয়ারিতে কারনানকে এই সংক্রান্ত মামলার জন্য শীর্ষ আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু তিনি সেই নির্দেশ মানেননি৷ উল্টে সুপ্রিম কোর্টকে চিঠি লিখে কারনান অভিযোগ করেছেন, তিনি দলিত বলে তাঁকে লক্ষ্য করে হেনস্তা করা হচ্ছে৷ আদালত অবমাননার অভিযোগে চিন্নাস্বামী স্বামীনাথন কারনানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সুপ্রিম কোর্ট৷ বিচারপতি কারনানকে আগামী ৩১ মার্চ আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়৷ মামলার শুনানিতে শীর্ষ আদালতের নির্দেশ উপেক্ষা করে কারনান নিজে হাজির না থাকায় দশ হাজার টাকার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়৷

Advertisement

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির বেঞ্চ স্বতঃপ্রণোদিত নোটিস পাঠিয়েছে বিচারপতি কারনানকে৷ জানা গিয়েছে, দেশের বিচারব্যবস্থায় প্রায় ২০ জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগ করে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন কারনান৷ এছাড়াও মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে রায়দান করেছিলেন বিচারপতি কারনান৷ সে সময় কারনান মাদ্রাজ হাই কোর্টেই কর্মরত ছিলেন৷ সম্প্রতি মাদ্রাজ হাই কোর্ট থেকে কলকাতা হাই কোর্টে বদলি হয়ে আসেন কারনান৷ কলকাতা হাই কোর্টেও পোস্তা উড়ালপুল কাণ্ডে অভিযুক্তদের জামিন মামলায় কলকাতা হাই কোর্টের বরিষ্ঠ বিচারপতি অসীমকুমার রায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কারনান৷ এই ধরনের কর্মকাণ্ডের পর স্বতঃপ্রণোদিত হয়ে কারনানের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট৷ এরপর বিচারপতি কারনানের বিরুদ্ধে অবমাননার রুল জারি করেছে দেশের শীর্ষ আদালত৷

Advertisement

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে গঠিত সাত সদ্যস্যের বেঞ্চ বিচারপতি কারনানের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করে৷ বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি এম বি লোকুর, বিচারপতি পি সি ঘোষ, বিচারপতি কুরিয়েন জোসেফ, বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি জে চেলামেশ্বর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ