Advertisement
Advertisement
রাজীব কুমার

জামিন মিলতেই প্রকাশ্যে এলেন ‘ফেরার’ রাজীব কুমার

রাজীবের আত্মপ্রকাশে শুরু হয়েছে বিস্তর জল্পনা৷

Former Kolkata Commissioner of Police Rajeev Kumar in ALipur court
Published by: Monishankar Choudhury
  • Posted:October 3, 2019 11:45 am
  • Updated:October 3, 2019 3:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দেখা মিলল ‘ফেরার’ রাজীব কুমারের৷ বৃহস্পতিবার আলিপুর আদালতে আসেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত কলকাতার প্রাক্তন নগরপাল৷ সিবিআইকে কার্যত টেক্কা দিয়ে আগাম জামিন পাওয়ার পর রাজীবের আত্মপ্রকাশে শুরু হয়েছে বিস্তর জল্পনা৷

[আরও পড়ুন: ‘পুলিশ ও তৃণমূলের মদতে পালিয়ে বেড়াচ্ছেন রাজীব কুমার’, বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার]

Advertisement

সূত্রের খবর, আলিপুর আদালতে সারদা মামলা সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় ও কাজের জন্য এসেছিলেন রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমার৷ তবে এতদিন তিনি কোথায় ছিলেন, বা বারবার সিবিআইয়ের তলব সত্ত্বেও কেন তিনি তা এড়িয়ে যান, এই বিষয়ে মুখ খুলেননি রাজীব৷ মনে করা হচ্ছে, গ্রেপ্তারির হাত থেকে বাঁচতে রক্ষাকবচ থাকায় এদিন আত্মপ্রকাশ করেছেন রাজীব৷ পাশাপাশি তিনি যে পালিয়ে বেড়াচ্ছেন না, এবং কলকাতা শহরেই রয়েছেন, সেই বার্তাও দিতে চেয়েছেন দুঁদে ওই পুলিশ আধিকারিক৷

Advertisement

গত মঙ্গলবার, সারদাকাণ্ডে কলকাতা হাই কোর্টে আগাম জামিন পান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ তাঁর আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি সইদুল্লাহ মুন্সির ডিভিশন বেঞ্চ৷ ৫০ হাজার টাকার বন্ডে জামিন পান রাজীব৷ এই আগাম জামিন মঞ্জুর করার ক্ষেত্রে আদালতের তরফে জানানো হয়েছে, হেফাজতে নিয়ে গোয়েন্দা প্রধানকে জেরা করার প্রয়োজন নেই৷ এমনকী বেশ কয়েকটি শর্তও দিয়েছেন বিচারপতি৷ তিনি জানান, সিবিআইয়ের তলবে হাজিরা দিতে হবে রাজীব কুমারকে৷ সেক্ষেত্রে তলবের ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে সিবিআইকে৷ দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার৷ এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে সিবিআই৷ মঙ্গলবার হাই কোর্টের এই রায়ে আপাতত স্বস্তি পেলেন রাজীব কুমার৷ কারণ, এখনই তাঁকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই৷

[আরও পড়ুন: মানবিক পুলিশ, নিখোঁজ শিশুকে মায়ের কাছে ফেরাল সার্জেন্ট]

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ