Advertisement
Advertisement

‘মা’-এর জন্য রক্তদান করলে মিলবে পুজোর ভিআইপি পাস

পুজোর উত্তাপ বাড়াতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব৷

Forum for Durgotsav organises blood donation cam, donors to get VIP Puja passes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 26, 2017 2:06 pm
  • Updated:April 26, 2017 2:52 pm

শুভময় মণ্ডল: এখনও ঢাকে কাঠি পড়তে বাকি পাঁচ মাস৷ কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নিয়ে এখনই শহরের উত্তেজনার পারদ উর্ধ্বমুখী৷ আর সেই উন্মাদনাকে হাতিয়ার করে বৈশাখের চাঁদিফাটা গরম উপেক্ষা করেই ময়দানে নেমে পড়েছেন শহরের পুজো উদ্যোক্তারা৷ এখন থেকেই শহরের বিভিন্ন পুজো কমিটিগুলি নেমে পড়েছে টিজার যু‌দ্ধে৷ উত্তর থেকে দক্ষিণ, তিলোত্তমার আনাচে-কানাচে এখন পুজো কমিটির টিজারের হোর্ডিংয়ের ছয়লাপ৷ এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ কিন্তু পুজোর উত্তাপ বাড়াতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে পুজো কমিটির বটবৃক্ষ বলে পরিচিত ফোরাম ফর দুর্গোৎসব৷ ফোরামের নয়া উদ্যোগ, ‘মায়ের জন্য রক্তদান!’

এ আবার কেমন উদ্যোগ? আদতে এবারের পুজোয় প্রত্যেক পুজোপ্রেমীর জন্য অভিনব বন্দোবস্ত করেছে ফোরাম৷ সেটা হল, স্বেচ্ছায় রক্তদান করলেই মিলবে পুজোর ভিআইপি পাস৷ যে পাসের জন্য পুজোর চারদিন হা-হুতাশ, মার মার কাট কাট অবস্থা হয় বাঙালির৷ অমুক দাদা তমুক কাকুর কাছে হা-পিত্যেশ করে পড়ে থাকতে হয়৷ যদি কপালে জোটে দু-একটা ভিআইপি পাস৷ তাও মনের মতো পুজোর পাস জোটে না৷ কিন্তু সেই দিন এবার শেষ, ফোরামের এই নয়া উদ্যোগে এবার কারও কাছে ভিআইপি পাস চাওয়ার প্রয়োজন পড়বে না৷ তবে তার জন্য রক্তদানের মতো মহত্‍ কাজে অংশ নিতে হবে৷ আগামী ৪ জুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফোরাম ফর দুর্গোৎসবের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক বিরাট রক্তদান উত্‍সব৷ সেই অনুষ্ঠানে শহরের সব মানুষের অংশগ্রহণকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ ফোরামের৷ সবচেয়ে সমস্যার বিষয়, গ্রীষ্মকালে সব ব্লাড ব্যাঙ্কেই রক্তের আকাল দেখা দেয়৷ রক্তের চাহিদা মেটানোর জন্য বড় ভরসা বিভিন্ন রক্তদান শিবিরগুলি৷ ফোরামের যুগ্ম সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন, ‘ফোরামের একছাতার তলায় শহরের প্রায় ২৮১টি পুজো কমিটি রয়েছে৷ সবারই মিলিত উদ্যোগে এই প্রয়াস৷ স্বেচ্ছায় রক্তদানে প্রত্যেককে উৎসাহিত করতেই এমন ভাবনা৷ তাই আমরা বলছি, এবারের পুজোয় আপনারাও অতিথি৷’

Advertisement

যাঁরাই রক্ত দেবেন তাঁদের দুটি করে ভিআইপি কার্ড দেওয়া হবে৷ একইসঙ্গে, রক্তদাতাদের বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর সম্বলিত শংসাপত্রও দেওয়াও হবে৷ এই উদ্যোগের প্রচারের জন্য শহরের বিভিন্ন্ জায়গায় প্রায় ৪০০-৫০০ হোর্ডিং লাগানো হচ্ছে৷ আর অনুষ্ঠানের কয়েকদিন গোটা শহরের বিভিন্ন জায়গায় প্রচার ট্যাবলো বের করার পরিকল্পনা রয়েছে ফোরামের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ