Advertisement
Advertisement
Aadhaar

আধারের তথ্য জাল করে প্রতারণা! ব্যক্তিগত নথি গোপন রাখার পরামর্শ দিয়ে নবান্নে চিঠি পুলিশের

ব্যাপারটা ঠিক কী?

Fraudulent activity by forging Aadhaar information, Police gives letter to Nabanna
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 28, 2023 7:57 pm
  • Updated:September 28, 2023 8:13 pm

অর্ণব আইচ ও নিরুফা খাতুন: আধার কার্ডের (Adhar Card) তথ্য, আঙুলের ছাপ নকল করে প্রতারণা। এ বিষয়ে চিঠি দিয়ে অর্থদপ্তরকে সতর্ক করল কলকাতা পুলিশ। অতি ব্যক্তিগত তথ্য মাস্ক অর্থাৎ আড়াল করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলেই খবর।

বিষয়টা ঠিক কী? বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন প্রতারণার খবর প্রকাশ্যে এসেছে বারবার। সম্প্রতি বাগুইআটিতে এক ব্যক্তির তথ্য জোগাড় করে প্রায় ২৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। সেই ঘটনার তদন্ত নেমে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে। জানতে পারে ঘটনার পিছনে একটা চক্র। যারা কৌশলে আধার কার্ডের বিভিন্ন তথ্য ও আঙুলের ছাপ হাতিয়ে নিচ্ছে। এর পরই জালিয়াতি রুখতে নবান্নকে চিঠি পাঠিয়ে সতর্ক করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ! পুলিশের জালে অভিযুক্ত প্রতিবেশী]

মূলত সম্পত্তি বা অন্য যে কোনও বিষয়ে রাজ্যবাসীর থেকে যে নথি নেওয়া হয় সরকারের তরফে তাতে আধার কার্ডও থাকে। সেই সব তথ্য থাকে wbregistration.gov.in, সহ আরও কয়েকটি ওয়েবসাইটে। পুলিশের পরামর্শ, আগামীতে সরকারি ওয়েবসাইটে আধারের নম্বর, আঙুলের ছাপ আপলোড করার সময় যেন সেগুলো আড়াল করা অর্থাৎ মাস্ক করার ব্যবস্থা করা হয়। অর্থাৎ আধারের তথ্য যাতে ফাঁস না হতে পারে সেই কারণেই সতর্ক করা হয় অর্থদপ্তরকে।

Advertisement

[আরও পড়ুন: অবৈধ অনুপ্রবেশের সময় হাতেনাতে ধরা, বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ