Advertisement
Advertisement

Breaking News

রাইটার্স বিল্ডিংয়ে পুলিশের মৃত্যু

সার্ভিস রাইফেল থেকে ছিটকে বেরল গুলি, পুলিশকর্মীর মৃত্যুতে চাঞ্চল্য রাইটার্স বিল্ডিংয়ে

আত্মহত্যা নাকি দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

Freak accident kills police at Writers Building, probe launched

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:July 3, 2020 4:29 pm
  • Updated:July 3, 2020 7:37 pm

অর্ণব আইচ: দিনেদুপুরে আচমকাই পুলিশকর্মীর সার্ভিস রাইফেল থেকে ছুটল গুলি। তাতেই মৃত্যু হল রাইটার্স বিল্ডিংয়ে (Writers Building) কর্মরত ওই পুলিশকর্মীর। দুপুরে এই ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য মহাকরণে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আত্মহত্যা নাকি অসাবধানতা বশত রাইফেল থেকে গুলি বেরিয়ে ফুঁড়ে দিল তাঁর শরীর, এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। 

Writers-police
মৃত পুলিশকর্মী বিশ্বজিৎ কারক

ঘড়ির কাঁটা সাড়ে তিনটে পেরিয়েছে। আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে রাইটার্স বিল্ডিং। আনলক ২ পর্বে আপাতত এই সরকারি দপ্তরে কাজে যোগ দিয়েছেন বেশ কয়েকজন কর্মী। তাঁরা সকলেই গুলির শব্দ শুনতে পান। খোঁজ করতে গিয়ে দেখা যায়, প্রেস কর্নারের সামনে চেয়ারে বসা অবস্থায় বিশ্বজিৎ কারক নামে পুলিশকর্মীর রক্তাক্ত দেহ পড়ে। পাশে চাপ চাপ রক্ত, পড়ে রয়েছে তাঁর সার্ভিস রাইফেল। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় থানায়। তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহাকরণ এবং সংলগ্ন অঞ্চলে। 

Advertisement

[আরও পড়ুন: কলকাতা মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ, আলোচনা করতে গিয়ে ঘেরাও ২ স্বাস্থ্য আধিকারিক]

পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর তদন্তের স্বার্থে রাইটার্স বিল্ডিংয়ে কর্মরত সকলকে আটকে দেওয়া হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম বিশ্বজিৎ কারক। তিনি মেদিনীপুরের বাসিন্দা। তবে বর্তমানে লেকটাউনে থাকতেন।  সশস্ত্র পুলিশ বাহিনীর এক সদস্য তিনি, রাইটার্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঠিক কীভাবে তাঁর মৃত্যু হল, সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে  আত্মহত্যাই করলেন তিনি, নাকি অসাবধানতাবশত গুলি ছিটকে বেরল, যত দ্রুত সম্ভব, তার উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা।  

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত হাই কোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ রাজ্যপাল-মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ