সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর ফোনে আড়ি পাতার অভিযোগের প্রেক্ষিতে এবার বিস্ফোরক মন্তব্য রাজ্যপালের। রাজ্যেও অনেকের গোপনীয়তা খর্ব হয়েছে বলে কটাক্ষ করলেন জগদীপ ধনকড়। রাজ্যপালের এহেন মন্তব্যে শোরগোল পড়তেই আসরে নামে তৃণমূল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পালটা, কারা এসব কথা বলেছেন রাজ্যপাল তাদের তালিকা প্রকাশ করুন।
রাজ্যপাল রবিবার একবালপুরের একটি অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘কোন তথ্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী একথা বলছেন, তা উনিই বলতে পারবেন। মুখ্যমন্ত্রীর কাছে কী তথ্য আছে জানি না। তবে বাংলাতেও গোপনীয়তা খর্ব হয়। অনেকেই আমাকে একথা বলেছেন।’ এই ‘অনেকেই’ কারা তা জানতে চেয়ে পালটা কটাক্ষ করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘কারা এসব কথা বলেছেন রাজ্যপাল তাদের তালিকা প্রকাশ করুন।’
[আরও পড়ুন: ‘কোনও প্রমাণ আছে?’, ফোনে আড়ি পাতা নিয়ে মমতাকে প্রশ্ন দিলীপের]
শনিবার ফোনে আড়ি পাতা নিয়ে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, “আমার ফোন ট্যাপ হচ্ছে। আমার কাছে খবর আছে। কী পাবে ফোন ট্যাপ করে? সরকারই তো আমার ফোন ট্যাপ করছে।” প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগের প্রেক্ষিতে পালটা প্রশ্ন ছুঁড়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘ফোন ট্যাপের কথা তো তিনি আগেও বলেছেন। কোনও প্রমাণ আছে কি?’ এরপরই তাঁর কটাক্ষ, ‘হেরে হতাশ হয়ে এসব উলটো-পালটা কথা বলে মানুষ। এসব কথা না বলে যেটুকু সময় আছে ঠিকঠাক কাজ করুন।’