Advertisement
Advertisement
Haldia Petrochemicals

SSKM-কে একাধিক চিকিৎসা সরঞ্জাম দান হলদিয়া পেট্রোকেমিক্যালসের

ফুসফুসের অসুখের চিকিৎসায় জরুরি সরঞ্জাম দান।

Haldia Petrochemicals Donate Medical equipment to SSKM
Published by: Kishore Ghosh
  • Posted:April 11, 2024 9:56 pm
  • Updated:April 13, 2024 9:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসা ক্ষেত্রে সেবামূলক কাজে এগিয়ে এল হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিডেট (Haldia Petrochemicals)। ফুসফুসের অসুখের চিকিৎসায় জরুরি একাধিক চিকিৎসা সরঞ্জাম কলকাতার এসএসকেএম হাসপাতালকে (IPGME & R-SSKM Hospital) দান করল সংস্থাটি। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিডেটের এই সেবা উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলকাতা তথা পূর্ব ভারতের অন্যতম বড় হাসপাতাল। যেখানে প্রতিদিন কয়েক হাজার রোগী কম খরচে চিকিৎসার আশায় আসেন।

এদিন হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগকে রিজিড থোরোস্কোপ-সহ একাধিক চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে। হাসপাতালের ডিরেক্টর অধ্যাপক ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক এবং পালমোনরি মেডিসিনের প্রধান অমিতাভ সেনগুপ্ত, এইচপিএলের চিফ মেডিক্যাল অফিসার ডাক্তার প্রণব কুমার মুখোপাধ্যায়, প্ল্যান্ট অ্যাডমিনের জেনারেল ম্যানেজার সমীরণ সরকার এবং অন্যান্য চিকিৎসক ও আধিকারিকদের উপস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর সম্পূর্ণ হল এদিন।

Advertisement

 

[আরও পড়ুন: সৌদির জেলে ১৮ বছর বন্দি, মৃত্যুদণ্ড এড়াতে প্রয়োজন ৩৪ কোটি! জোগাড় করল কেরলবাসী]

বলা বাহুল্য, চিকিৎসার জন্য যে কোনও ধরনের দান অতি জরুরি। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিডেটের এই দানকে স্বাগত জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

[আরও পড়ুন: ‘খবরদার!’, ইজরায়েলের বুকে হামলার আশঙ্কা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি বাইডেনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement