Advertisement
Advertisement
Health Department

গরমে হাসপাতালে অগ্নিকাণ্ডের আশঙ্কা, ঠেকাতে বিশেষ নির্দেশ স্বাস্থ্যভবনের

নির্দেশিকায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে মকড্রিল-র উপর।

Health Department issues new guidelines to prevent fire in hospital
Published by: Paramita Paul
  • Posted:April 6, 2024 2:07 pm
  • Updated:April 6, 2024 2:43 pm

ক্ষীরোদ ভট্টাচার্য: বৃহস্পতিবারই কলকাতা মেডিক্যাল কলেজের সবচেয়ে পুরোনো বিল্ডিংযে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হতাহতের ঘটনা না ঘটলেও চরম উদ্বেগ ছিল হাসপাতালে। এমন অবস্থাকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যদপ্তর বিশেষ নির্দেশিকা জারি করল।

স্বাস্থ্যদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভয়াবহ গরমের মধ্যে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটতে পারে। তাই সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে জেলা স্বাস্থ্য কর্তা এবং হাসপাতালকে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার জারি করা নির্দেশিকায় হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা রুখতে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়কে উল্লেখ্য করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ইডির পর NIA, এবার ভূপতিনগরে ‘আক্রান্ত’ কেন্দ্রীয় এজেন্সি]

স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
১) হাসপাতালের বিপদজনক অংশ চিহ্নিত করতে হবে।
২) অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা নিতে হবে। হাসপাতালের একটি অংশে জলের ট্যাঙ্ক রাখতে হবে। যাতে প্রয়জনে ব্যবহার করা যায়।
৩) জলের ট্যাঙ্ক যতটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনই গুরুত্বপূর্ণ ফায়ার ও স্মোকিং এলার্ম ব্যবস্থা।
৪) অগ্নিকাণ্ডের সময় রোগীদের নিরাপদে-দ্রুত ওয়ার্ড থেকে বের করে আনার জন্য কর্মীদের প্রশিক্ষিত করতে হবে।
৫) হাসপাতাল চত্বরে শুকনো গাছের ডালপালা পাতা, প্লাস্টিকের টুকরো খবরের কাগজের মতো অতিদাহ্য জিনিস মোটেই জমতে দেওয়া যাবে না।
নির্দেশিকায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে মকড্রিল-র উপর। কারণ যে কোনও সময়ে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা হোক তৈরি থাকলে অনেকটাই বিপদ এড়ানো সম্ভব।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপাল-রাজ্য সংঘাতের আঁচ বর্ধমান বিশ্ববিদ্যালয়েও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ