Advertisement
Advertisement
Dilip Ghosh

দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলার পাহাড়! জানেন কত অভিযোগ রয়েছে?

চতুর্থ দফার নির্বাচনে ২৮ শতাংশ কোটিপতি প্রার্থী রয়েছে।

How many cases against BJP candidate Dilip Ghosh

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:May 4, 2024 9:14 pm
  • Updated:May 4, 2024 9:14 pm

নব্যেন্দু হাজরা: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে কার্যত মামলার পাহাড়। মোট ২৭টি ফৌজদারি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তার মধ্যে খুনের চেষ্টা, বিস্ফোরক মজুত, চুরি, অস্ত্র আইন-সহ গুরুতর অভিযোগ রয়েছে ৬১টি। তাছাড়া সাধারণ অভিযোগ রয়েছে ১৫৩টি।

প্রথম চার দফার নির্বাচনে তাঁর বিরুদ্ধেই সর্বাধিক মামলা রয়েছে। আগের দফায় প্রতিদ্বন্দ্বিতা করা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রয়েছে ১৬টি এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ১৪টি মামলা। আগামী ১৩ মে চতুর্থ দফার নির্বাচনে আসানসোল, বহরমপুর, বর্ধমান পূর্ব, বীরভুম, বোলপুর, বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর এবং রাণাঘাট কেন্দ্রে ভোট রয়েছে। মোট আটটি কেন্দ্রে এবার ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Advertisement

[আরও পড়ুন: ন’ঘণ্টা অপেক্ষার পরও ট্রেনের দেখা নাই, কলকাতা-হাওড়া স্টেশনে বিক্ষোভ]

প্রার্থীদের দেওয়া হলফনামার ভিত্তিতে ইলেকশন ওয়াচের তরফে শনিবার একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানেই দেখা যায়, বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলার পাহাড় জমে রয়েছে। এদিন ইলেকশন ওয়াচের তরফে উজ্জ্বয়িনী হালিম বলেন, “চতুর্থ দফার নির্বাচনে ১৩ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, শতাব্দী রায়, শত্রুঘ্ন সিনহা, বিজেপি-র দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার, সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া এবং কংগ্রেসের শতাব্দী রায়, পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। তারা এতদিন সাংসদ ছিলেন।’’

চতুর্থ দফার নির্বাচনে ১৬ শতাংশ মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি প্রার্থীদের স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ‌্যও এদিন তুলে ধরা হয়। সেখানে দেখা গিয়েছে চতুর্থ দফার নির্বাচনে ২৮ শতাংশ কোটিপতি প্রার্থী রয়েছে।

[আরও পড়ুন: ‘দুঃখ’ মিটল কি? ডেরেকের বাড়িতে বৈঠক শেষে কী বললেন কুণাল?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement