Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: প্রেসিডেন্সি সংশোধনাগারের ওয়ার্ডে টিভি, তবু ম্যাচ দর্শনে সংশয়ে বালু-পার্থ

ম্যাচ দেখতে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয়ে প্রেসিডেন্সি জেলের ক্রিকেটপ্রেমী বন্দিরা।

ICC World Cup 2023: Jyotipriya Mallick and Partha Chatterjee likely to watch World Cup final from jail । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 19, 2023 9:19 am
  • Updated:November 19, 2023 9:22 am

অর্ণব আইচ: বিশ্বকাপ ফাইনাল ম্যাচ কি দেখা যাবে? অন্তত কিছুক্ষণের জন্য হলেও? উদ্বেগে জেলবন্দি পার্থ-জ্যোতিপ্রিয়রা। কলকাতার প্রেসিডেন্সি জেলের ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। যেহেতু এখন প্রত্যেকটি ওয়ার্ডেই টিভি রয়েছে, তাই যে বন্দিরা ওয়ার্ডে রয়েছেন, তাদের খেলা দেখার বিশেষ অসুবিধা নেই। কিন্তু সমস্যায় ক্রিকেটপ্রেমী সেই সব বন্দি, যাঁরা রয়েছেন সেলে।

প্রেসিডেন্সির ‘পহেলা বাইশ’ সেলে রয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষরা। সম্প্রতি এই সেলেই রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কারা সূত্রের খবর, শনিবার তাঁদের অনেকেই নিরাপত্তার দায়িত্বে থাকা কারারক্ষীদের প্রশ্ন করেছেন, কিছুক্ষণের জন্য হলেও কি তাঁরা খেলা দেখতে পারবেন? জেল কোড অনুযায়ী, সেলে টিভি নেই। যদিও ওই হাই প্রোফাইল বন্দিদের ইতিবাচক উত্তর দিতে পারেননি আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন: ফের রেফার রোগ! ৪ হাসপাতাল ঘুরে মৃত্যু হুগলির যুবকের]

দুপুরবেলায় যে সময়ে খেলা শুরু, সাধারণভাবে তখন সেলের ভিতরই বন্দি অবস্থায় থাকতে হয় তাঁদের। বিকেলে কিছু সময়ের জন্য সেল থেকে বেরিয়ে সামনের চত্বরে ঘোরাঘুরি করতে পারেন। কিন্তু খুব প্রয়োজন ছাড়া সেই চত্বরের বাইরে তাঁরা যেতে পারেন না। তাই বিকেলেও তাঁরা যে অন্য ওয়ার্ডে গিয়ে খেলা দেখতে পারবেন, সেই সম্ভাবনাও কম। যদিও কারারক্ষীদের মাধ্যমে খেলার ফলাফল তারা জানতে পারেন। সেক্ষেত্রে ওয়ার্ডের কাছে থাকা রক্ষীদের কাছ থেকে ফল জেনে নিয়ে তাঁরা সেলের হাই প্রোফাইল বন্দিদের জানাতে পারেন বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: পর্ন ছবিতে অভিনয়ের চাপ শ্বশুরবাড়ির! মেয়ের আত্মহত্যার বিচার না পেয়ে আত্মঘাতী মা’ও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ