Advertisement
Advertisement
sex workers looted money

খাস কলকাতায় ব্যবসায়ীকে আটকে টাকা লুঠ যৌনকর্মীদের, পুলিশের জালে ‘মহিলা গ্যাং’

৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

In Kolkata sex workers looted money of a Gujarati businessman | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 30, 2022 12:23 pm
  • Updated:March 30, 2022 12:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়তলার রাস্তা থেকে গুজরাতের (Gujarat) এক ব্যবসায়ীকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে লুঠপাট। তাঁকে ছুরি দেখিয়ে নগদ টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনেও তুলে নেওয়া হল টাকা। মোট ৮০ হাজার টাকা লুঠের অভিযোগ ‘মহিলা গ্যাং’-এর বিরুদ্ধে। উত্তর কলকাতার বড়তলা থানার হাতে গ্রেপ্তার হল ৪ যৌনকর্মী। দিনদুপুরে যেভাবে নগদ ও অনলাইনে এই লুঠপাটের ঘটনা ঘটেছে, তাতে হতবাক হয়েছেন পুলিশ আধিকারিকরাও।

পুলিশ জানিয়েছে, ধৃত ৪ মহিলার নাম ঝুমা দাস, শ্রুতি মুখোপাধ্যায়, নমিতা দাস ও রাখি দাস। সোমবার দুপুরে ঘটেছে ঘটনাটি। বড়তলা থানা এলাকার ইমাম বক্স লেন ধরে হেঁটে যাচ্ছিলেন গুজরাতের ব্যবসায়ী ওই যুবক। কিছুদিন আগে ব্যবসার কাজে কলকাতায় এসেছিলেন তিনি। যদিও পুলিশের মতে, যুবক যৌনপল্লিতে এসেছিলেন। তাঁকে ঘোরাঘুরি করতে দেখে কয়েকজন মহিলা ডাকতে থাকে। তিনি ইতস্তত বোধ করলে প্রায় জোর করেই তাঁকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। ৪ জন মহিলা দরজা লক করে দেয়। পুলিশের ভয় দেখিয়ে তারা ১৫ হাজার টাকা লুঠ করে। তাঁর কাছ থেকে আরও টাকা চায় তারা।

Advertisement

[আরও পড়ুন: বেপরোয়া স্কুলবাসের ধাক্কা, সেক্টর ফাইভে পথ দুর্ঘটনায় মৃত ১]

যুবকের অভিযোগ, মোবাইল কেড়ে নিয়ে অনলাইনে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) টাকা পাঠাতে বলা হয়। তিনি গররাজি হলে তাঁকে ছুরি দিয়ে ভয় দেখানো হয়। যুবকের দাবি, তিনি বাধ্য হয়েই রাজি হন। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই ‘মহিলা গ্যাং’ অনলাইনে ৬৫ হাজার টাকা তুলে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নেয়। লুঠপাটের পর তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের কাছ থেকে খোঁজ নিয়ে ওই ব্যবসায়ী যুবক পৌঁছে যান বড়তলা থানায়।

পুলিশ প্রাথমিক তদন্তের পর ওই যুবককে নিয়ে ইমাম বক্স লেনে যায়। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে ঝুমা, শ্রুতি, রাখি ও নমিতাকে শনাক্ত করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court) তোলা হলে তাদের ৫ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

Advertisement

[আরও পড়ুন: ছিঃ! বিষ খাইয়ে মারা হল শতাধিক কুকুরকে, প্রতিবাদে উত্তাল পশুপ্রেমীরা]

পুলিশের এক আধিকারিক জানান, বড়তলার যৌনপল্লি এলাকায় এর আগেও লুঠপাটের ঘটনা ঘটেছে। এবার যেভাবে ‘মহিলা গ্যাং’ এই লুঠপাটের ঘটনা ঘটিয়েছে, তাতে বিষয়টির উপর পুলিশ গুরুত্ব দিচ্ছে। আগে অভিযুক্ত মহিলারা এই ধরনের অপরাধ ঘটিয়েছে কি না, তা জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ