ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেভিয়ার বিজনেস স্কুলের (Xavier Business School) এমবিএর সপ্তম (২০২৪-২৬) ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। গত ১ জুলাই ওই অনুষ্ঠান আয়োজিত হল আররুপে বিল্ডিংয়ের ফাদার অ্যালবার্ট হুয়ার্ট হলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সাইড ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর অভীককুমার রায়।
অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রেভারেন্ড জন ফেলিক্স রাজ। তাঁর কথায় উঠে আসে পড়ুয়াদের স্বতন্ত্র শিক্ষাদানের প্রয়োজনীয়তার কথা। তাঁর পরে বক্তব্য রাখেন প্রধান অতিথিও। সবশেষে জেভিয়ার বিজনেস স্কুলের ডিন সীতাংশু খাটুয়া মঞ্চে আসীন ব্যক্তিত্ব ও উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
গোটা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেভিয়ার বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক ড. রুচিরা বর্মন। সামগ্রিক ভাবে মহৎ মনোভাবের সঙ্গে এক নতুন পথে যাত্রা শুরুর অনুপ্রেরণার দিকটি উঠে আসে এদিনের অনুষ্ঠানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.