Advertisement
Advertisement
CM Mamata Banerjee

‘যুদ্ধ বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা’, ইজরায়েল-ইরান যুদ্ধবিরতি নিয়ে বিবৃতি মুখ্যমন্ত্রীর

১২ দিন পর মঙ্গলের ভোরেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান-ইজরায়েল।

'India should act properly', CM Mamata Banerjee's statement regarding ceasefire of Iran-Israel War
Published by: Sucheta Sengupta
  • Posted:June 24, 2025 1:01 pm
  • Updated:June 24, 2025 1:22 pm  

সন্দীপ চক্রবর্তী: মঙ্গলের ভোরে মঙ্গলময় বার্তা। ১২ দিন রক্তক্ষয়ী পরিস্থিতির ইতি ঘটেছে ইরান-ইজরায়েল যুদ্ধবিরতিতে। দু’দেশই আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এনিয়ে বিবৃতিও জারি করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। এই অবস্থায় মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ”যুদ্ধ বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা, নাহলে পৃথিবী ধ্বংস হবে, পরিবেশের জন্য মারাত্মক প্রভাব পড়বে।”

Advertisement

মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে জানিয়েছিলেন, ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতিতে রাজি! ১২ দিনের ‘যুদ্ধ শেষে’র জন্য দু’পক্ষকেই অভিনন্দন জানান। কীভাবে সংঘর্ষ বিরতি পালন হবে, তাও জানিয়ে দিয়েছিলেন ট্রাম্প। ঠিক যেভাবে মাস দুই আগে পহেলগাঁও হামলার পরবর্তী সময়ে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত চলাকালীন মে মাসের গোড়ায় সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছিলেন। মঙ্গলবার ভোরেও সেই কায়দায় মার্কিন প্রেসিডেন্ট ইরান-ইজরায়েল যুদ্ধবিরতি নিয়েও পোস্ট করেন। কার্যত অনুরোধের সুরে তাঁর মন্তব্য, ‘‘যুদ্ধবিরতি এখন থেকে লাগু হল। দয়া করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবেন না।’’

ইরান, ইজরায়েল উভয়ই ভারতবন্ধু বলে পরিচিত। তাই এই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। এরপর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা,  ”যুদ্ধ বন্ধে ভারতের উচিত সঠিক পদক্ষেপ করা।” এ প্রসঙ্গে তিনি নিজের বেশ কয়েকটি অভিজ্ঞতার কথাও শোনালেন। এও বললেন, এসব দেশের আভ্যন্তরীণ বিষয়, বেশি কিছু প্রকাশ্যে আনতে পারবেন না। বছর তিন আগে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সময়ও মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেবারও কেন্দ্রের পদক্ষেপ বা সিদ্ধান্তের উপরই আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভারত-পাক সংঘর্ষে তো পুরোপুরিই কেন্দ্রের পাশে থেকে একতার বার্তা দেন। এবার মধ্যপ্রাচ্যে জুড়ে যুদ্ধের ভয়ংকরতা রুখতেও কেন্দ্রের যথাযথ পদক্ষেপের কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement