Advertisement
Advertisement

Breaking News

ধৌলাগিরি শৃঙ্গে চড়ার সময় মৃত্যু বাঙালি পর্বতারোহীর

২০১১ সালে মাউন্ট এভারেস্ট, ২০১৩ সালে কাঞ্চনজঙ্ঘায় উঠে লক্ষ্যভেদ করেছিলেন৷ কিন্তু শেষ ল্যাপে এসে পারলেন না পর্বতারোহী রাজীব ভট্টাচার্য৷ হেরে গেলেন রাজীব৷ বিশ্বের সপ্তম উচ্চতম শৃঙ্গ নেপালের ধৌলাগিরিতে ওঠার সময় মৃত্যু হল অকুতোভয় এই পর্বতারোহীর৷

Indian climber Rajib Bhattacharya dies while descending Nepal peak
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2016 3:49 pm
  • Updated:May 20, 2016 3:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালে মাউন্ট এভারেস্ট, ২০১৩ সালে কাঞ্চনজঙ্ঘায় উঠে লক্ষ্যভেদ করেছিলেন৷ কিন্তু শেষ ল্যাপে এসে পারলেন না পর্বতারোহী রাজীব ভট্টাচার্য৷ হেরে গেলেন রাজীব৷ বিশ্বের সপ্তম উচ্চতম শৃঙ্গ নেপালের ধৌলাগিরিতে ওঠার সময় মৃত্যু হল অকুতোভয় এই পর্বতারোহীর৷

৮,১৬৭ মিটার উঁচু ধৌলাগিরিতে আরোহণের সময় স্নো ব্লাইন্ডনেসে আক্রান্ত হন রাজীববাবু৷ বরফের উপর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পরে সাময়িক অন্ধত্বের শিকার হন রাজীববাবু৷ সেভেন সামিট ট্রেক অভিযান যিনি আয়োজন করেছেন সেই মিগমা শেরপা জানিয়েছেন, চার নম্বর বেস ক্যাম্পে নেমে আসার সময় দলের অন্য সদস্যদের শরীর খারাপের কথা বলেন রাজীববাবু৷ কিছু করে ওঠার আগেই মৃ্ত্যুর কোলে ঢলে পড়েন তিনি৷ তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি৷ রাজীববাবুর দেহ এখনও বেস ক্যাম্পেই রাখা রয়েছে৷ প্রতিকূল আবহাওয়ার জন্য মৃত পর্বতারোহীর দেহ এখনও নামিয়ে আনা সম্ভব হয়নি৷ দেহ ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে রাজীববাবুর পরিবার৷

Advertisement

বছর তেতাল্লিশের রাজীববাবুর বাড়ি হাওড়া জেলার জয়পুরবিলে৷ ছন্দা গায়েনের পর রাজ্যের আরও এক পর্বতারোহীর অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পর্বতারোহী মহলে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ