Advertisement
Advertisement

OMG! মাত্র ৪৫ সেকেন্ডেই এটিএম থেকে গ্রাহকদের তথ্য চুরি!

সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছেন গোয়েন্দারা৷

It takes just 45 seconds to steal customer’s  information From ATM
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 3, 2018 7:26 pm
  • Updated:August 3, 2018 7:26 pm

অর্ণব আইচ: এক মিনিটও নয়, মাত্র ৪৫ সেকেন্ড৷ ওইটুকু সময়েই নিপুণ হাতে এটিএমে ‘স্কিমার’ বসাত জালিয়াত। এমনকী, শহরের একটি এটিএমে তো নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়েই বসানো হয়েছিল ‘স্কিমার’৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন বিশেষ তদন্তকারী দল বা সিটের সদস্যরা৷

তিলজলায় বন্ধ কারখানায় ব্যবসায়ীর রহস্যমৃত্যু, আটক মৃতের বন্ধু]

Advertisement

গোলপার্কের কানাড়া ব্যাঙ্ক, মল্লিকবাজারের পিএনবি ও আরও একটি বেসরকারি ব্যাংকের এটিএমে সিসিটিভি ফুটেজ দেখেছেন গোয়েন্দারা৷ প্রায় ছ’ফুট লম্বা এক যুবককে শনাক্ত করা গিয়েছে৷ তদন্তকারীদের দাবি, শহরের যে এটিএমগুলি থেকে টাকা চুরি হয়েছে, সবকটিতে স্কিমার বসেছিল ওই যুবকই৷ রাতে সে এটিএমে ঢুকত বটে৷ তবে তখন স্কিমার লাগাত না৷ সকালে ব্যাংক খোলার আগে ফের এটিএম হানা দিত ওই যুবক৷ মাথায় সাদা টুপি৷ চোখে সানগ্নাস, কানে ইয়ারফোন৷ আর পায়ে সবুজ রংয়ের বুট৷ মাত্র কয়েক সেকেন্ডে এটিএমে কার্ড সোয়াইপ করার জায়গায় অনায়াসেই স্কিমার বসিয়ে দিত ওই যুবক৷ আর কি-প্যাডে লাগিয়ে দিত স্পাই ক্যাম৷ এতটাই দক্ষতার সঙ্গে পুরো কাজটা করা হত, যে গ্রাহক কিছুই টের পেতেন না৷ শুধু তাই নয়, স্কিমার লাগানোর পর আবার একটি এটিএম কার্ড সোয়াইপ করে দেখেও নিত ওই যুবক৷ গোয়েন্দাদের দাবি, অভিযুক্ত যে এটিএম কার্ডটি ব্যবহার করত, সেটি ভুয়ো৷ ফের রাত এগারোটা নাগাদ এটিএমে ঢুকত ওই যুবক৷ বারো ঘণ্টার মধ্যেই স্কিমার ও স্পাই ক্যাম খুলে নিত সে৷ লালবাজারে গোয়েন্দারা দাবি, ওই জালিয়াত এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল, যে গ্রাহক, এমনকী, নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতেও এটিএমে স্কিমার লাগাত সে৷ কিন্তু, কারও সন্দেহ হত না৷

Advertisement

কিন্তু, গ্রাহকদের তথ্য হাতিয়ে  নিয়ে কী করত ওই যুবক? গোয়েন্দাদের দাবি, গ্রাহকদের যাবতীয় তথ্যই দিল্লিতে নিয়ে গিয়েছিল সে অথবা পাঠিয়ে দিয়েছিল৷ দিল্লিতে বসে ওই যুবকের সঙ্গীরা তথ্য ভরে নিত ভুয়ো এটিএম কার্ডে৷ সেই কার্ড ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এটিএম থেকে টাকা তোলা হত৷ বস্তুত, দিল্লিতে গিয়েও বেশ কয়েকটি এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন লালবাজারের গোয়েন্দারা৷ ফুটেজে বেশ কয়েকজন জালিয়াতের ছবি ধরা পড়েছে৷ তাঁদের সন্ধান চালাচ্ছেন গোয়েন্দারা৷

[ শহরে অসহিষ্ণুতার ছবি, মুসলিম বলে ভাড়াবাড়ি খালির হুমকি চার ডাক্তারকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ