Advertisement
Advertisement
Jadavpur University Om prakash Mishra

Jadavpur University: যাদবপুর: ‘তদন্তের নেপথ্যে চক্রান্ত’, বুদ্ধদেবের ‘কমিটি’ নিয়ে বিস্ফোরক ওমপ্রকাশ

১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা ওই কমিটির।

Jadavpur University: Verbal spat over investigation of Jadavpur University student death
Published by: Ramen Das
  • Posted:December 6, 2023 9:38 pm
  • Updated:December 6, 2023 10:39 pm

রমেন দাস: ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধেই তদন্ত কমিটি গড়ার ‘সুপারিশ’ খোদ উপাচার্যের (VC Budhhadeb sau)। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (International Relationship) বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়েরই (Jadavpur University) অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। দাবি, এই মর্মে উপাচার্যের তরফে রেজিস্ট্রারের কাছে গিয়েছে লিখিত নির্দেশও।

ঠিক কী অভিযোগ উঠেছে আসলে? ৪ ডিসেম্বর জারি হওয়া ওই নির্দেশে অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ রেজিস্ট্রারের উদ্দেশে জানিয়েছেন, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের (Om Prakash Mishra) বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই মর্মে ওই অভিযোগের তদন্তের জন্য ৪ জনের একটি কমিটি গঠিত হতে চলেছে। যে কমিটি আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে।

Advertisement

ওমপ্রকাশের বিরুদ্ধে তদন্ত কমিটিতে প্রধান হিসাবে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়েরই শক্তিবিদ্যা বিভাগের অধ্যাপক তুষার যশকে। এর পাশাপাশি রয়েছেন অধ্যাপক অনুপম দেব সরকার, অধ্যাপক দেবাশিস বিশ্বাস ও শুভজিৎ নস্কর।

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: ২০১৬ সালে নিযুক্তদের নোটিস, রাজ্যকে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ আদালতের]

যদিও বুদ্ধদেব সাউয়ের এই ‘পদক্ষেপে’ তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। তাঁর দাবি, ”৩৫ বছর অধ্যাপনা করলেও কোনও অভিযোগের চিঠি পাইনি। আচার্য অর্থাৎ রাজ্যের রাজ্যপালের দ্বারা বেআইনিভাবে নিযুক্ত উপাচার্য এসব চক্রান্ত করে করছেন। যাঁরা তদন্ত কীভাবে করতে হয় জানেন না, তাঁরা বিদ্বেষমূলক আচরণ হিসাবে এসব করছেন আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে আগেও আচার্য তদন্তের নির্দেশ দেন। জেনেছি, রেজিস্ট্রারকে বলা হয়েছে নাকি কমিটি গঠন করতে, আমি জানি না আইনত এমন কিছু রেজিস্ট্রার করতে আদৌ পারেন কিনা!”

[আরও পড়ুন: ‘ক্ষমতায় ফিরলে একনায়ক হব একদিনের জন্য’, গর্জন ট্রাম্পের]

যদিও এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ