ধীমান রক্ষিত ও রমেন দাস: ছাত্র আন্দোলনের মাঝেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। দিন পাঁচেক পর ছাড়া পেয়েই সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হন তিনি। সকাল থেকেই আধিকারিকদের সঙ্গে একের পর এক বৈঠক সারেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের জবাবও দেন। জানান, প্রথম থেকেই তিনি ছাত্রভোটের পক্ষে। ছাত্র সংসদ নির্বাচনই ক্যাম্পাসে সুস্থ পরিবেশ ফেরাতে পারে বলে মত ভাস্কর গুপ্তের।
আজ সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ে ঢোকেন অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত। প্রথমে বিশ্ববিদ্যালয়ের আধিকারিক রেজিস্ট্রার, সহ উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর গত কয়েকদিনে যে পরীক্ষাগুলি বিশ্ববিদ্যালয় নেওয়া হয়নি সেই পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্রভোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে। সরকারকেও বিষয়টি বারংবার জানিয়েছি। আমরা সম্পূর্ণরূপে মনে করি যে ছাত্র ভোট হওয়া উচিত। ছাত্র সংসদ নির্বাচনই একমাত্র সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আমরা মনে করি।”
১ মার্চ ওয়েবকুপার বার্ষিক সভা ঘিরে উত্তপ্ত বিশ্ববিদ্যালয়। লাগাতার ছাত্র আন্দোলন চলছে। এমন পরিস্থিতিতে কর্মসমিতি ডাকা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন ভাস্কর গুপ্ত। বলেন, “অস্থায়ী উপাচার্য পদে থেকে কর্মসমিতির বৈঠক ডাকার বিষয়ে সরকারি অনুমতির প্রয়োজন রয়েছে। গত কয়েকদিনে সামগ্রিক যা পরিস্থিতি, যা ঘটনা ঘটেছে তা নিয়ে কর্মসমিতিতে আলোচনা হোক। আমরা সরকারের কাছে কর্মসমিতির বৈঠক নিয়ে আবেদন করব।”
বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস চত্বরে পুলিশ পোস্ট করতে চেয়ে কলকাতা পুলিশ চিঠি দিয়েছে কর্তৃপক্ষকে। এ প্রসঙ্গে এদিন ভাস্কর গুপ্ত বলেন, “আমাদের কাছে প্রস্তাব এসেছে ফাঁড়ি ও বারাক তৈরি করার জন্য। আমরা কর্মসমিতির বৈঠকে এ বিষয়টি উত্থাপন করব। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে আমাদের কাছে এতো জমি নেই।” প্রসঙ্গত, ২ হাজার বর্গফুট জায়গা চাওয়া হয়েছে পুলিশ বারাক তৈরি করার জন্য। ২ হাজাপ বর্গফুট জায়গা চাওয়া হয়েছে পুলিশ ফাঁড়ি তৈরি করার জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.