Advertisement
Advertisement

Breaking News

সমাপ্তি চট্টোপাধ্যায়

‘আইনজীবীদের কথামতো কাজ করব না’, বয়কট প্রসঙ্গে মন্তব্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের

গঙ্গারামপুর পুরসভার অনাস্থা প্রস্তাবেও এদিন স্থগিতাদেশ দিল হাই কোর্ট৷

Justice of HC Samapti Chatterjee slams Govt lawers
Published by: Tanujit Das
  • Posted:July 22, 2019 6:56 pm
  • Updated:July 23, 2019 1:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন ছিল পুরসভার অনাস্থা প্রস্তাব সংক্রান্ত মামলা৷ কিন্তু সোমবার এবার সেই মামলাই মোড় নিল বিচারপতি-আইনজীবী দ্বন্দ্বে৷ এবং যে ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে কলকাতা হাই কোর্টে৷ সোমবার সকালে তাঁর এজলাস বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আইনজীবীরা, সেই সিদ্ধান্তের সমালোচনা করলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ সাফ জানালেন, ‘‘সরকারি আইনজীবীরা কী সিদ্ধান্ত নিয়েছে, তাতে তাঁর কিছু যায় আসে না৷ তিনি তাঁর চেয়ারের সম্মান রক্ষা করেন৷’’

[ আরও পড়ুন: জরিমানা করেও থামছে না মেট্রোর দরজা আটকানো, প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত ]

Advertisement

আদালত সূত্রে খবর, এদিন বনগাঁ মামলার শুনানিতে রাজ্যের আইনজীবীদের তাঁর এজলাসে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ শুনানির শুরুতেই সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান তিনি৷ জানান, ‘‘আমাকে এ কাজের দায়িত্ব সরকারি আইনজীবীরা দেননি৷ এই কাজের দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি৷ এই সিদ্ধান্ত প্রধান বিচারপতিকে অপমান করা৷ আমি সরকারি আইজীবীদের কথামতো কাজ করব না৷ ওনারা যা বলবেন তাই করব না৷ আমি যদি সরকারের সমস্ত সিদ্ধান্তকে সমর্থন করি, তাহলে তা অন্যায় হবে৷ প্রশাসন ভুল করলে আমি শুধরে দেব৷ আমি খারাপ বিচারপতি হতে পারি৷ তবে আমি চেয়ারের দায়িত্ব পালন করেছি৷’’

Advertisement

জানা গিয়েছে, এরপর বনগাঁ মামলার শুনানির সময়ও রাগের বহিঃপ্রকাশ ঘটান বিচারপতি৷ সাফ জানান, ‘‘আমি কাউকে ভয় করি না৷ সরকারি আইজীবী ঠিক করেননি৷ যে তিন জন অনাস্থা এনেছিলেন, তাঁদের ছাড়া বৈঠক হল কেন? অবাক হচ্ছি, কীভাবে আমার নির্দেশ অমান্য হল? ওই কাউন্সিলরা অনুপস্থিত থাকলে, বৈঠক পিছিয়ে দেওয়া হল না কেন? এটা নিয়ম৷’’ আদালত সূত্রে খবর, এরপরই ১১ বিজেপি কাউন্সিলরকে আলাদা করে হলফনামা দিতে নির্দেশ দেন বিচারপতি৷ আগামীকাল, মঙ্গলবার আবারও হবে এই মামলার শুনানি৷

[ আরও পড়ুন: পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্ত্রীকে খুন, তিনজনকে ফাঁসির সাজা দিল শিয়ালদহ আদালত ]

অন্যদিকে গঙ্গারামপুর পুরসভার অনাস্থা প্রস্তাবেও এদিন স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট৷ মঙ্গলবার অনাস্থা বৈঠকের প্রস্তাবে স্থগিতাদেশ দিয়েছে আদালত৷ ৫ আগস্ট হলে অনাস্থা বৈঠক৷ ১৮ জন কাউন্সিলরকে পুলিশি নিরাপত্তা দিতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ