Advertisement
Advertisement
Kolkata Municipal Corporation

কতটা দূষিত শহরের নালার জল? জানতে পুরসভা যাচ্ছে খড়গপুর আইআইটি

৫০ লিটার নিকাশি নালার জল নিয়ে যাচ্ছেন নিকাশি বিভাগের আধিকারিকরা।

Kharagpur IIT comes to the help of KMC in cleaning drain water | Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 12, 2023 8:54 am
  • Updated:December 12, 2023 8:55 am

অভিরূপ দাস: শহরের নালার জল কতটা দূষিত, তা জানতে খড়গপুর আইআইটির শরণাপন্ন হচ্ছে কলকাতা পুরসভা। অভিযোগ, পরিস্রুত পানীয় জল দিয়ে ধোওয়া হচ্ছে গাড়ি। জলের এই অপব‌্যবহার রুখতে নিকাশি নালার কাদা-জল তুলে একাধিক প্রক্রিয়ায় তা পরিষ্কার করে গাড়ি ধোয়ার জল তৈরি করার কথা ভেবেছে পুরসভা। ভাবলেই তো হল না, বাস্তবে তা করার জন‌্য জানতে হবে কী উপায়ে পরিষ্কার করা যাবে সেই দূষিত জল।

এনিয়ে আইআইটি খড়গপুরের অধ‌্যাপক শীর্ষেন্দু দে-কে মেল করেছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং। নিকাশি বিভাগের ডিজি ফোনে কথা বলেন অধ‌্যাপক দের সঙ্গে। চাওয়া হয় সময়। সেইমতো আইআইটি খড়গপুরের তরফে দেওয়া হয়েছে উত্তর। কেমিক‌্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ‌্যাপক শীর্ষেন্দু দে কলকাতা পুরসভাকে মেলে লিখেছেন, ‘‘কলকাতা পুরসভার সঙ্গে যৌথভাবে কাজ করতে ইচ্ছুক আইআইটি খড়গপুর। ১৩ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে ৫০ লিটার জল নিয়ে দ্রুত চলে আসুন।’’সেইমতো ৫০ লিটার নিকাশি নালার জল নিয়ে আইআইটি খড়গপুর যাচ্ছেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সরকারি পোর্টাল অচল! বিরক্ত কলকাতা হাই কোর্ট]

এই বিষয়ে মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, খড়গপুর আইআইটির (Kharagpur IIT) ল‌্যাবরেটরিতে তা পরীক্ষা করে দেখা হবে। কী ধরনের ব‌্যাকটিরিয়া রয়েছে ওই জলে। কীভাবে তা ব‌্যাকটিরিয়া মুক্ত করা যায় সে নিয়েও আলোচনা হবে পুরসভা আর আইআইটি খড়গপুরের কেমিক‌্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ‌্যাপকদের সঙ্গে। তিলোত্তমায় মাথা পিছু ২০০ লিটারের বেশি পরিস্রুত জল সরবরাহ করেও কূল পাচ্ছে না কলকাতা পুরসভা। শহরের উত্তর থেকে দক্ষিণ, প্রায়ই অভিযোগ আসে, এলাকায় জল নেই। সে সমস‌্যা সমাধানেই নিকাশি নালার জল পরিশুদ্ধ করে তা দিয়েই গাড়ি ধোওয়ার বন্দোবস্ত করার চিন্তা করেছে কলকাতা পুরসভা। ঠিক হয়েছে উত্তর কলকাতার হেদুয়া, পূর্ব কলকাতার ইএম বাইপাস, দক্ষিণ কলকাতার সাদার্ন অ‌্যাভিনিউতে নিকাশি নালার জল পরিস্রুত করার প্ল‌্যান্ট হবে।

Advertisement

উল্লেখ‌্য, চাঁপদানি পুরসভায় এমন একটি প্রকল্প রয়েছে। সেখানে প্ল‌্যান্ট তৈরিতে খরচ হয়েছে আনুমানিক ২৫ লক্ষ টাকা। মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, চাঁপদানি পুরসভার সেই প্ল‌্যান্ট আমরা পরিদর্শন করেছি। জলে মারাত্মক দুর্গন্ধ রয়েছে। সেই জল চাঁপদানি পুরসভার এলাকার গাছে দেওয়া হয়। সেই গন্ধ তাড়াতেই এবার খড়গপুর আইআইটির দ্বারস্থ হচ্ছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, জল সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল‌্যান্টে যেভাবে শোধন করা হয় সে প্রক্রিয়াতেই শোধন হবে এই প্ল‌্যান্টে।

[আরও পড়ুন: ভয়ংকর কাণ্ড বজবজ লোকালে, শিয়ালদহে ট্রেন থেকে উদ্ধার বাক্সবন্দি বিষাক্ত সাপ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ