Advertisement
Advertisement

Breaking News

কেএমডিএ-র কাজে দেরি, সোমবার নির্দিষ্ট সময়ে খুলছে না চিংড়িহাটা উড়ালপুল

স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার বন্ধ হতে পারে বিজন সেতুও।

KMDA may not open Chingrighata Flyover on estimated Monday

ফাইল ছবি।

Published by: Tanujit Das
  • Posted:September 8, 2019 12:47 pm
  • Updated:September 8, 2019 6:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার থেকে বন্ধ থাকার পর, সোমবার সকাল ৮টায় খোলার কথা চিংড়িহাটা উড়ালপুল৷ এই পরিকল্পনা নিয়েছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা৷ কিন্তু সম্ভবত তেমনটা হচ্ছে না৷ সূত্রের খবর, পূর্ব নির্ধারিত সময়ে নাও খুলতে পারে চিংড়িহাটা উড়ালপুল৷ ইতিমধ্যে এই মর্মে কলকাতা পুলিশকে চিঠিও দিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট অথরিটি(কেএমডিএ)৷ ফলে আশঙ্কা করা হচ্ছে, সপ্তাহের শুরুতেই যানজটের শিকার হবে শহরবাসী৷

[ আরও পড়ুন: চোখের সামনে ভেঙে পড়েছে বাড়ি, ‘জাপানি আতঙ্ক’ বউবাজারেও ]

Advertisement

চিঠিতে কেএমডিএক কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার কাজ সম্পূর্ণ রূপে সম্পন্ন হয়নি৷ তা করতে আরও কিছুটা সময় লাগবে৷ ফলে সোমবার সকাল আটটায় কোনওমতেই খোলা সম্ভবপর নয় চিংড়িহাটা উড়ালপুল৷ এর যান চলাচল সাধারণ হতে সকাল সাড়ে এগারোটা বেজে যাবে৷ অর্থাৎ, তার আগে উড়ালপুল খোলা সম্ভবপর নয় কেএমডিএর-র পক্ষে৷ ফলে সোমবার অতিরিক্ত সময় বন্ধ থাকবে শহরের ব্যস্ততম এই উড়ালপুল৷ এবং সেই কারণে চিংড়িঘাটা, ই এম বাইপাস কানেক্টর, বেলেঘাটা বিল্ডিং মোড় এলাকায় প্রবল যানজটের আশঙ্কা করছেন কলকাতা পুলিশের আধিকারিকরাই৷

Advertisement

স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার রাত থেকেই চিংড়িহাটা উড়ালপুল। এরপর শনিবার সকাল থেকে যানজটে প্রায় অবরুদ্ধ ছিল ই এম বাইপাস। তীব্র যানজট তৈরি হয় মা উড়ালপুলে। পরিস্থিতি সামাল দিতে গাড়িগুলিকে বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে ডান দিকে সল্টলেকের ব্রডওয়ে দিয়ে ঘুরিয়ে দেন ট্রাফিক সার্জেন্টরা৷ এমনকী, একাধিক বার পার্ক সার্কাস সাত মাথার মোড় থেকে মা উড়ালপুলের বাইপাসমুখী রাস্তা বন্ধ করে দিতে হয় পুলিশকে।

[ আরও পড়ুন: সংঘশ্রীর বদলে ফ্রেন্ডস ইউনিয়ন, উদ্বোধনে অমিতেই ভরসা কলকাতার পুজো কমিটির ]

অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হতে পারে বিজন সেতুও। সূত্রের খবর, আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সেতুটি বন্ধ রাখতে চাইছেন কেএমডিএ আধিকারিকরা৷ এই বিষয়ে ইতিমধ্যে কলকাতা পুলিশের সঙ্গে কথাও বলেছেন তাঁরা৷ পুলিশের আশঙ্কা, দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ ওই সেতু বন্ধ হলে পুজোর আগে প্রবল যানজট তৈরি হতে পারে কসবা, গড়িয়াহাট, ঢাকুরিয়া, বালিগঞ্জ-সহ বিস্তৃর্ণ এলাকায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ