Advertisement
Advertisement

Breaking News

Durga Puja 2022

আজ পুজোর কার্নিভ্যালে জনজোয়ার, শহরের কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

বৃষ্টিতে কি মাটি হতে পারে কার্নিভ্যালের আনন্দ?

Know Kolkata traffic update as city gears up for Durga Puja carnival | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 8, 2022 12:12 pm
  • Updated:October 8, 2022 1:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার জেরে গত দু’বছর বন্ধ ছিল পুজোর কার্নিভ্যাল। অবশেষে আজ, শনিবার স্বমহিমায় ফিরছে শারদোৎসবের রেড রোড। দুপুর গড়ালেই শুরু কার্নিভ্যাল (Durga Puja Carnival 2022)। বিকেল সাড়ে ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত চলবে কার্নিভ্যাল। যাতে অংশ নেবে ৯৫টি পুজো কমিটি। এই এলাহি আয়োজনের জন্য শহরের বিভিন্ন এলাকার যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে একাধিক রাস্তা। ঘুরপথে পৌঁছতে হবে গন্তব্যে। আবার অনেক জায়গায় পার্কিংয়ের জারি থাকবে নিষেধাজ্ঞা। চলুন জেনে নেওয়া যাক কোন কোন পথে যান নিয়ন্ত্রিত হবে।

এক্সাইড মোড় থেকে হেস্টিংস মোড়, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিন বেলা ১২টা থেকে যান চলে চলাচল নিয়ন্ত্রিত হবে। বেলা ২টো থেকে বন্ধ থাকবে কুইন্সওয়ে, পলাশী রোড ও ধর্মতলা। বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোড, পশ্চিমমুখী মেয়ো রোড ও হসপিটাল রোডে।

Advertisement
carnival
শুক্রবার রেড রোডে কার্নিভ্যালের মহড়া

[আরও পড়ুন: প্রেমিকার মায়ের সঙ্গেও সম্পর্ক ছিল অয়নের, হরিদেবপুরে যুবক খুনে চাঞ্চল্যকর তথ্য]

বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহেরু রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, ডি এল খান রোড, সেন্ট্রাল এভিনিউ। এছাড়া ধর্মতলা, চৌরঙ্গী রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোডে, ক্যুইন্সওয়ে, স্ট্র্যান্ড রোড, মেয়ো রোড, হেয়ার স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে পার্কিংয়ের উপর জারি থাকবে নিষেধাজ্ঞা।

Advertisement

তবে পুজোপ্রেমীদের জন্য স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ আজ বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ নিশ্চিন্তেই মেতে ওঠা যাবে কার্নিভ্যালের আনন্দে। তবে আপেক্ষিক আর্দ্রতার কারণে দিনভর থাকবে অস্বস্তি। যদিও রবিবার লক্ষ্মীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোম ও মঙ্গল কলকাতায় বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে।

[আরও পড়ুন: অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে কোহলির জনপ্রিয়তাই অস্ত্র আইসিসি-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ