Advertisement
Advertisement
Kolkata

বেপরোয়া গাড়ি আটকাতেই জোড়াবাগানে প্রহৃত ট্রাফিক সার্জেন্ট, আটক মদ্যপ চালক

অভিযুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে।

Kolkata: Drunken driver detained for harassing Traffic sergeant
Published by: Subhankar Patra
  • Posted:December 10, 2024 3:07 pm
  • Updated:December 10, 2024 7:08 pm  

নিরুফা খাতুন: কলকাতায় ফের আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট। বেপরোয়া গতিতে ছুটে চলা গাড়ি থামাতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ। জোড়াবাগান ট্রাফিক গার্ড এলাকায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ঘটনা। অভিযুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সাতসকালে বনগাঁর দিক কলকাতামুখী একটি গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। গিরিশ পার্কের কাছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ দ্রুতগতির গাড়িটিকে পিছু ধাওয়া করে গাড়িটিকে থামায়। তার পরই অফিসারকে মারধর করা হয় বলে অভিযোগ। আরও জানা যাচ্ছে, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। গিরিশ পার্ক মোড়ের কাছে অভিযুক্ত চালকের ‘ব্রেথ অ্যানালাইজ’ টেস্ট করা হয়। এর পর চালক-সহ গাড়িটি আটক করে গিরিশ পার্ক থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া এক ট্রাফিক পুলিশ বলেন, “চালক মদ্যপ অবস্থায় রয়েছেন। গাড়ি আটকাতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত দেয়। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

উল্লেখ্য, নভেম্বর মাসে রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ট্রাফিকের অ্যাডিশনাল ওসি। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয় তাঁকে। পুলিশ কর্মীকে কাজে বাধা ও মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে শব্দতাণ্ডব থামাতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। জুটেছিল মারও। এবার বেপরোয়া গাড়ি আটকাতেই ফের প্রহৃত হলেন ট্রাফিক সার্জেন্ট। এই ঘটনায় আবারও আইনরক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement