Advertisement
Advertisement
Kolkata metro

সিগন্যালিং সমস্যার জেরে সাতসকালে মেট্রো বিভ্রাট, ভোগান্তিতে যাত্রীরা

সূত্রের খবর, সাতসকালে ময়দান স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে অটোমেটেড সিগন্যাল ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। ফলে প্রথমে কিছুক্ষণ আপ ও ডাউন দুই লাইনেই পরিষেবা থমকে যায়।

Kolkata metro signaling failure causes anger

ফাইল চিত্র

Published by: Subhajit Mandal
  • Posted:May 23, 2024 8:37 am
  • Updated:May 23, 2024 9:09 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো বিভ্রাট। একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রেক। ফলে চরম সমস্যায় নিত্যযাত্রীরা। প্রায় ১০-১৫ মিনিট কার্যত স্তব্ধ থাকার পর পরিষেবা চালু হলেও অধিকাংশ মেট্রোই সময়মতো চলছে না। অধিকাংশ স্টেশনে ৫-১০ মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়িগুলিকে। 

সূত্রের খবর, সাতসকালে ময়দান স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে অটোমেটেড সিগন্যাল ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। ফলে প্রথমে কিছুক্ষণ আপ ও ডাউন দুই লাইনেই পরিষেবা থমকে যায়। পরে ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে পরিষেবা চালু করা হয়েছে। কিন্তু অটোমেটেড সিগন্যাল ব্যবস্থা কাজ না করায় সময়মতো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অধিকাংশ স্টেশনেই গাড়িগুলি ৫-১০ মিনিট করে দাঁড়িয়ে থাকছে।

Advertisement

[আরও পড়ুন: শাহ-যোগী ‘বিভেদ’ উসকে দেওয়ার কৌশল, দিল্লি জয়ে নয়া চাল কেজরির]

সপ্তাহের মাঝামাঝি সাতসকালে মেট্রো বিভ্রাট হওয়ায় স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এদিন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি অফিসে ছুটি থাকলেও বহু বেসরকারি অফিস খোলা। অনেকেই অফিস বা অন্য গন্তব্যে পৌঁছতে সকাল সকাল বেরিয়েও সমস্যায় পড়ছেন। মেট্রো দেরিতে চলায় সময়মতো গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে যাত্রীদের। অধিকাংশ স্টেশনেই ভিড় জমছে নিত্যযাত্রীদের অনেকে আবার মাঝপথে মেট্রো ছেড়ে গাড়ি বা বাসের মাধ্যমে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে সবরকম চেষ্টা চলছে। 

Advertisement

[আরও পড়ুন: ধর্মীয় লাইনে প্রচার নয়, পাঁচ দফা ভোটের পর বিজেপিকে নির্দেশ কমিশনের, সতর্কবার্তা কংগ্রেসকেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ