সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিন উপলক্ষে উৎসবের আমেজ কলকাতায়। সকাল থেকেই চার্চ-সহ শহরের বিভিন্ন জায়গায় জমেছে ভিড়। সন্ধের পর থেকে ভিড় আরও বাড়বে। আর সেই কথা মাথায় রেখেই বড়দিনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বুধবার শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। কিন্তু বেশি রাত পর্যন্ত মেট্রো পরিষেবা থাকলেও সকালে প্রথম মেট্রো চলে ৮টায়। ফলে সমস্যার সম্মুখীন হন অনেকে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বড়দিন উপলক্ষে শহরে প্রচুর লোকসমাগম হবে। বিশেষ করে রাতের দিকে বাড়বে ভিড়। তাই দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিট। কবি সুভাষ থেকেও ওই একই সময়ে শেষ মেট্রো চলবে। আজ সারাদিনে মোট ২৩৬টি মেট্রো চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিকেল চারটে থেকে রাত ন’টা পর্যন্ত প্রতি ৬ মিনিট অন্তর ট্রেন চলবে।
[ আরও পড়ুন: ভাঁড়ে মা ভবানী! শিয়ালদহ স্টেশনে মাল্টিপ্লেক্স-শপিং মলের অনুমতি দিল রেল ]
বুধবার বড়দিন উপলক্ষে সকাল থেকেই শহরে বাড়ছে ভিড়। ইতিমধ্যেই বড়দের হাত ধরে চিড়িয়াখানায় ভিড় জমিয়েছে খুদেরা। ভিড় নিক্কো পার্ক, সায়েন্স সিটি, ইকো পার্ক, ভিক্টোরিয়ার মতো জায়গাতেও। ভিড় উপচে পড়ছে চার্চগুলিতেও। সেন্ট পলস ক্যাথিড্রাল-সহ একাধিক চার্চে প্রার্থনা চলছে। উৎসবের আমেজ বো ব্যারাকেও। কচিকাচাদের হাত ধরে বড়রাও বড়দিন চেটেপুটে উপভোগ করার উদ্যোগ শুরু হয়েছে সকাল থেকেই। তবে সবেচেয়ে বেশি ভিড় পার্কস্ট্রিটে। বিভিন্ন রেস্তরাঁর বাইরে সকাল থেকেই জমছে ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ভিড়ও বাড়ছে। ফলে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিট স্টেশনে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পার্কস্ট্রিট ছাড়া এসপ্ল্যানেড স্টেশনেও থাকবে নিরাপত্তারক্ষী। ময়দান স্টেশনেও রয়েছে আঁটসাট নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া প্রতিটি মেট্রোয় আরপিএফ থাকবে বলে জানানো হয়েছে। কমবেশি ৫০জন আরপিএফ থাকবে ট্রেনগুলিতে। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে এমনটাই খবর।