Advertisement
Advertisement
মাদক

মাদক উদ্ধারে বাধা হিংস্র কুকুর, অভিযানে গিয়ে নাজেহাল পুলিশ

ডগ স্কোয়াডের সহোগিতায় কুকুরদুটিকে সরিয়ে তল্লাশিতে নামে পুলিশ।

Kolkata police bust drug racket at Tengra, several held
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 28, 2019 1:36 pm
  • Updated:November 28, 2019 1:36 pm

অর্ণব আইচ ও অভিরূপ দাস: নিষিদ্ধ মাদক উদ্ধার করতে গিয়েছিলেন। কিন্তু বিধি বাম। মাদকের ধোঁয়াতেই অসুস্থ হয়ে পড়লেন পুলিশকর্মীরা। এমন ঘটনা ঘটেছে কলকাতার ট্যাংরা এলাকায়। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে ট্যাংরা থানার পুলিশ। সঙ্গে ছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও।

পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে তা আঁচ করতে পারে মাদকপাচারকারীরাও। প্রমাণ লোপাট করতে তারা মজুত গাঁজার বস্তায় আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে গাঁজার বস্তা। বের হতে শুরু করে ধোঁয়া। বাড়ির ভিতরেই গা ঢাকা দেয় মাদকপাচারকারীরা। এদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে বেকায়দায় পড়েন পুলিশকর্মীরা। কারণ, গাঁজা পাহারা দিতে মোতায়েন করা হয়েছিল পুলিশ। ফলে একদিকে দুই কুকুর। অন্যদিকে, গাঁজার ধোঁয়ায় মাথা ঝিমঝিম শুরু হয়েছে পুলিশ আধিকারিকদের। কারও আবার গা গোলাতে শুরু করে। তবু তারই মধ্যে নাকে রুমাল চাপা দিয়ে বাড়িতে ঢুকতে চেষ্টা করেন তাঁরা।

Advertisement

drugs

[আরও পড়ুন: হোমে শিক্ষকের লালসার শিকার নাবালিকারা, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ]

তবে এতেও নিস্তার নেই বুঝতে পেরে অন্য ফন্দি বেড় করে দুষ্কৃতীরা। পুলিশ ঠেকাতে কুকুর দুটি ছেড়ে দেয় তারা। ঘরের দরজায় তাগড়াই হিংস্র কুকুর দেখে পিছু হটেন পুলিশ আধিকারিকরা। খবর দেওয়া হয় ডগ স্কোয়াডে। ততক্ষণে দুষ্কৃতীরা যাতে পালাতে না পারে বাড়ির বাইরের গেটে কড়া নজর রাখে পুলিশকর্মীরা। অবশেষে ডগ স্কোয়াড এসে হিংস্র কুকুরদের চেনবন্দি করে। তবে ততক্ষণে মজুত গাঁজার অনেকটাই পুড়ে ছাই। পুড়ে যাওয়া মাদকদ্রব্য শনাক্ত করতে ফরেনসিক বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে দুষ্কৃতীদের।

[আরও পড়ুন: বিধানসভা উপনির্বাচনের ফল LIVE: প্রথমবার কালিয়াগঞ্জ তৃণমূলের দখলে, বাকি ২টিতেও এগিয়ে শাসকদল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement