অর্ণব আইচ: বাংলাদেশকে ‘ট্রানজিট’ রুট হিসেবে ব্যবহার করে কলকাতায় ঢুকতে পারে পাক জঙ্গি! সক্রিয় হতে পারে জেহাদি মডিউল! সীমান্তের ওপারে পরিস্থিতি বদলানোর পরই চিন্তার ভাঁজ এ দেশের গোয়েন্দাদের কপালে। এমন পরিস্থিতিতে এবার আরও সতর্ক লালবাজার। আরও কড়াকড়ি করা হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়া।
পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে আরও সতর্ক হতে থানাগুলোকে নির্দেশ দিয়েছে লালবাজার। বলা হয়েছে, পাসপোর্টের আবেদনকারীর বাড়িতে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথি ও বাড়ির ঠিকানা খতিয়ে দেখতে হবে। আবেদনকারী পাসপোর্টের জন্য যে ঠিকানা উল্লেখ করেছেন, সেই ঠিকানায় তিনি থাকেন কি না তা পরীক্ষা করে দেখতে হবে। সেখানে থাকলে সেই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কি না দেখতে হবে।
সম্প্রতি দেখা গিয়েছে, ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি হয়েছে। কিছুদিন আগে পার্কস্ট্রিট থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সেলিম মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছিল। জানা গিয়েছিল, দিল্লি থেকে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে তা ব্যবহার করে রাজস্থানের ঠিকানায় পাসপোর্ট তৈরি করেছিল। এর পরই সতর্ক লালবাজার।
বাংলাদেশে পরিস্থিতি বদলের পর থেকে সক্রিয় হয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। গোয়েন্দা সূত্রের দাবি, বাংলাদেশকে ব্যবহার করে বাংলায় পাক জঙ্গিদের ঢোকাতে চেষ্টা করছে তারা। সক্রিয় করতে চাইছে রাজ্যের স্লিপাল সেলগুলিকে। তাদের অনেকেই ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট বানাতে চেষ্টা করছে। সেই প্রচেষ্টা বানচাল করতে এবার সতর্ক লালবাজার। পাসপোর্ট ভেরিফিকেশনে কড়া পদক্ষেপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.