Advertisement
Advertisement

Breaking News

Kolkata Police

বন্ধ দোকানে ‘ভূতের তাণ্ডবে’ আতঙ্ক, দরজা ভেঙে রহস্য উদঘাটন পুলিশের

হেয়ার স্ট্রিট থানার পুলিশ উদঘাটন করল ‘ভূত রহস্যে’র।

Kolkata Police rescues drunk youth from closed Shop

ছবি প্রতীকী।

Published by: Subhajit Mandal
  • Posted:February 19, 2025 12:00 am
  • Updated:February 19, 2025 12:00 am  

অর্ণব আইচ: বন্ধ দোকানে সারারাত ধরে ‘ভূতের তাণ্ডব’। চিৎকার, চেঁচামেচিতে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত মধ‌্য কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ মঙ্গলবার উদঘাটন করল ‘ভূত রহস্যে’র। বন্ধ দোকান থেকে নেশাগ্রস্ত এক যুবককে উদ্ধার করলেন পুলিশ আধিকারিকরা।

জানা গেল, নিরাপত্তারক্ষীর ভুলেই ঘটেছে এই ঘটনা। শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা ওই যুবককে এদিন তুলে দেওয়া হয় তাঁর বাবার হাতে। পুলিশ জানিয়েছে, হেয়ার স্ট্রিট থানা এলাকার হেমন্ত বসু সরণির একটি দোকানে নেশা করে ঢুকে পড়েছিলেন ওই যুবক। নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়েও পড়েছিলেন তিনি। কিন্তু যুবকটি নজরে আসেননি দোকানের নিরাপত্তারক্ষীর। তিনিও রাতে নেশা করে ছিলেন বলে অভিযোগ। ওই অবস্থায় দরজা বন্ধ করে বাইরে থেকে লক করে চলে যান নিরাপত্তারক্ষী।

Advertisement

এর পর ওই যুবকের ঘুম ভাঙে গভীর রাতে। নিজেকে অন্ধকার ঘরের মধ্যে খুঁজে পেয়ে একটু হতবাকই হয়ে যান। বাইরে বেরনোর জন‌্য দরজা খুলতে গিয়ে দেখেন তা বন্ধ। ভিতর থেকে দরজায় ধাক্কা দিতে শুরু করেন। চিৎকার করতে থাকেন। আর তাতেই রাতে এলাকার বাসিন্দাদের মধ্যে শুরু হয় ‘ভূতের আতঙ্ক’। যদিও ভোরের দিকে তা বন্ধও হয়ে যায়। এদিন সকালে এই খবর পেয়ে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। নিরাপত্তারক্ষীকে না পেয়ে দরজার লক ভেঙে উদ্ধার করে ওই যুবককে। খবর পেয়ে যুবকের বাবা এসে তাঁকে নিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement