Advertisement
Advertisement

Breaking News

সুনীল গঙ্গোপাধ্যায়

সুনীল গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান, সাহিত্যিকের নামে নামকরণ হচ্ছে কলকাতার এই রাস্তার

স্বামীকে এমন সম্মান দেওয়ায় খুশি স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়ও৷

Kolkata's Mandevilla Garden to be named after Sunil Ganguly
Published by: Sulaya Singha
  • Posted:July 31, 2019 2:56 pm
  • Updated:August 1, 2019 1:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলে যাচ্ছে বালিগঞ্জ এলাকার ম্যান্ডেভিলা গার্ডেন্সের নাম৷ প্রয়াত প্রবাদপ্রতীম সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে নামাঙ্কিত হতে চলেছে কলকাতার এই পরিচিত রাস্তা৷

[আরও পড়ুন: আন্তর্জাতিক পাচারচক্রের পর্দাফাঁস, পার্ক সার্কাস থেকে বাঘ-হাতির দাঁত-সহ গ্রেপ্তার দম্পতি]

এই রাস্তার পারিজাত অ্যাপার্টমেন্টের ন’তলাতেই ছিল কবির ঠিকানা৷ বালিগঞ্জের এই ফ্ল্যাট অনেক কালজয়ী সৃষ্টির নীরব সাক্ষী থেকেছে৷ ১৯৭৭ সাল থেকে এখানেই থাকতেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়৷ এই ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যেই জন্ম নিয়েছিল নীললোহিত, কাকাবাবু, নীরা’র মতো রত্ন৷ সাহিত্যিককে শ্রদ্ধা জানাতেই এবার ফ্ল্যাট সংলগ্ন রাস্তা ম্যান্ডেভিলা গার্ডেন্সের নাম পরিবর্তন হয়ে রাখা হচ্ছে নীরার শ্রষ্ঠার নামে৷ মঙ্গলবার কলকাতা পুরসভায় এই মর্মে একটি প্রস্তাব পাশ হয়েছে৷ যেখানে বলা হয়েছে, রাস্তাটির নাম বদলে হবে ‘কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় সরণি’৷ কলকাতা পুরসভার মেয়র পারিষদ রতন দে বলেন, “নাম সংক্রান্ত প্রস্তাবটি পাশ হয়েছে৷ এই রাস্তার নাম বিখ্যাত সাহিত্যিকের নামে করতে পারায় আমরা গর্বিত৷” স্বামীকে এমন সম্মান দেওয়ায় খুশি স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়ও৷ বলছেন, “এখানেই বেশিরভাগ উপন্যাসগুলো লিখেছিল ও৷ কলকাতা পুরসভা এমন সম্মান দেওয়ার কথা ভেবেছে বলে ভালই লাগছে৷” রাস্তার নামের মধ্য দিয়েই সাহিত্যিককে মনে রাখবেন শহরবাসী৷

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা পুরসভায় আরও দুটি রাস্তা বদলের প্রস্তাব পাশ হয়েছে৷ কুলিয়া ট্যাংরা ফার্স্ট লেনের নাম বদলে হয়েছে কাকাসাহেব যোগেশচন্দ্র মণ্ডল সরণি৷ আজাদ হিন্দ বাগের পরিবর্তিত নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ বাগ৷

Advertisement

[আরও পড়ুন: ‘বর্ণপরিচয়’-এর জনককে হিন্দিতে শ্রদ্ধাজ্ঞাপন!বিদ্যাসাগরের মৃত্যুদিবসে বিতর্কে ডিএসও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ