Advertisement
Advertisement
Kunal Ghosh-Sukanta Majumdar

‘আমার সঙ্গে গীতাপাঠ করুন’, সুকান্তকে প্রকাশ্যে চ্যালেঞ্জ কুণালের

এ প্রসঙ্গে কৌরব-পাণ্ডব লড়াইয়ের কথা বললেন তৃণমূল মুখপাত্র।

Kunal Ghosh challenges Sukanta Majumdar on reading Bhagavad Gita openly | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 18, 2023 8:07 pm
  • Updated:November 18, 2023 8:12 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লক্ষ কণ্ঠে গীতাপাঠ – চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে বঙ্গে হিন্দুত্ব আবেগে শান দিতে কলকাতার (Kolkata) ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠান আয়োজন করেছে আরএসএস ঘনিষ্ঠ সংগঠন সনাতন সংস্কৃতি পরিষদ। আগামী ২৪ ডিসেম্বর হবে গীতাপাঠের আসর। তাতে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও রাজ্যের সব বিধায়ক-সাংসদকে। এনিয়ে বিজেপির অন্দরে বেশ চনমনে ভাব। লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপি আসলে যে বার্তা দিতে চাইছে, তা নিয়ে এদিন চ্যালেঞ্জ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ”প্রকাশ্যে সুকান্ত আসুক, আমার সঙ্গে গীতাপাঠ করুক। আমি সাধারণ মানুষ হিসাবে, তৃণমূলের হয়ে দেখিয়ে দেব গীতাপাঠ কী।”

লোকসভা ভোটের আগে গীতাপাঠের (Bhagavad Gita) মতো অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী মোদিকে কলকাতায় নিয়ে আসতে মরিয়া বঙ্গ বিজেপি। শুক্রবার তাঁকে আমন্ত্রণ জানাতে আয়োজকদের সঙ্গে নিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার ফিরে দমদম বিমানবন্দরে নেমে তিনি জানান, ”প্রধানমন্ত্রীকে ওঁরা আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আসবেন বলে জানিয়েছেন। এ রাজ্যের বিধায়ক, সাংসদদের আমন্ত্রণ জানানো হবে। মুখ্যমন্ত্রীও বিধায়ক, তাই তাঁকে আমন্ত্রণ করা হবে।”

Advertisement

[আরও পড়ুন: মন্দিরের পাম্প থেকে জলের বদলে বেরচ্ছে দুধ! ব্যাপারটা কী?]

গীতাপাঠ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপির বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেই দাবি শাসকদল তৃণমূল (TMC)। শনিবার সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ”এই গীতাপাঠ করে বিজেপির কোনও লাভ হবে না। ওরা কৌরব, আমরা পাণ্ডব। গীতা পড়ে কী হবে? ওরা সাধারণ রাজনীতি থেকে সরে ধর্মের রাজনীতিতে যেতে চাইছে। আমরা রোটি-কাপড়া-মকানের রাজনীতি করি। ওরা কৌরব, ওরা হারবে। তৃণমূল পাণ্ডব। আমরা জিতব।” কুণাল ঘোষের আরও প্রতিক্রিয়া, ”আমরা যাঁরা নিয়মিত গীতাপাঠ করি, তাঁদের বাইরে লোক দেখিয়ে গীতাপাঠ করতে হয় না। ঘরে বসে কৃষ্ণ নাম করে গীতাপাঠ করি। সুকান্ত কাকে আমন্ত্রণ করবে, সেটা তাঁদের ব্যাপার। আমি চ্যালেঞ্জ করছি, প্রকাশ্যে আমা সুকান্ত আসুক, আমার সঙ্গে গীতাপাঠ করুক।”

Advertisement

[আরও পড়ুন: ভুয়ো ‘হালাল’ পণ্যের রমরমা উত্তরপ্রদেশে, কড়া পদক্ষেপ যোগী প্রশাসনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ