Advertisement
Advertisement

Breaking News

পার্কে ‘দুষ্টুমি’ রুখতে গিয়ে আক্রান্ত মহিলা পুলিশ, কানে কামড় প্রেমিকাদের

ঘটনায় গুরুতর আহত 'উইনার্সে'র এক সদস্য।

Lady cop attacked in the city
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 9, 2019 4:38 pm
  • Updated:February 9, 2019 4:46 pm

স্টাফ রিপোর্টার: ঘড়ির কাঁটায় তখন সন্ধে পৌনে আটটা বাজতে চলেছে। মিলেনিয়াম পার্কের দরজা বন্ধ হওয়ার তোড়জোড় শুরু হয়েছে সবেমাত্র। পার্কের একোণ ওকোণ ঘুরে ভিজিটারদের তাগাদা দিতে শুরু করেছেন সিকিউরিটি গার্ডেরা। সে সময় হঠাৎই দেখা গেল আলো আঁধারি ঘেরা ঝোপওয়ালা এক কোণে বসে অশ্লীল ও অভব্য আচরণ করছে এক দল পুরুষ ও মহিলা। সকলের পোশাক অবিন্যস্ত। একে অন্যের গায়ে তারা যেমন ভাবে ঢলে পড়ছে তাতে সহজেই সেদিকে চোখ পড়তে বাধ্য। সেসময় পার্কে সাদা পোশাকে টহল দিচ্ছিলেন কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষিত মহিলা ব্রিগেড ‘উইনার্সে’-র সদস্যরা। ঘটনার সময়ে অবশ্য একজন মহিলা পুলিশকর্মীই সেখানে ছিলেন। ওই দলটির কাছে চলে যান তিনি। প্রশ্ন করেন-“এসব কী হচ্ছে?” দুই মহিলাই উত্তর দেয়-‘‘প্রেম করছি। তাতে তোর কী। চল পাতলা হ।” নিজের পরিচয় দিতেই ‘উইনার্সে’র ওই মহিলা কর্মীকে অকথ্য গালিগালাজ করতে শুরু করেন ওই চারজন মহিলা। রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ‘উইনার্সে’ বাকি সদস্যরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন তাঁদের সহকর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। এমনকী, কলকাতা পুলিশের মহিলা কর্মীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ারও চেষ্টা হয়।  উদ্ধার করতে গেলে মহিলা পুলিশকর্মীদের সঙ্গে ওই যুবক-যুবতীদের মারামারি শুরু হয়ে যায়।

[দমদম ক্যান্টনমেন্টে যাত্রীকে অস্ত্রের কোপ অটোচালকদের, ধৃত ২]

Advertisement

মিলেনিয়াম পার্কে মহিলা পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। হামলাকারীদের দলের ৪ জন মহিলা ও ২ জন পুরুষ ছিল বলে জানা গিয়েছে। উৎসবের সময় কিংবা শহরের পার্কগুলিতে নজরদারি চালানো, বিশেষত ইভটিজিংয়ের ঘটনা রুখতে কয়েক মাস আগেই তৈরি হয়েছে কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষিত মহিলা পুলিশের দল ‘উইনার্স’। ইতিমধ্যেই একাধিক সাফল্য পেয়েছে এই বিশেষ দলটি। শুক্রবার রাতেও এই মহিলা পুলিশ দলের দক্ষতার কারণেই ওই ছয় জনের দলটিকে হাতেনাতে ধরতে পেরেছে পুলিশ। তবে ঘটনায় গুরুতর আহত হয়েছেন উইনার্সের ওই সদস্য। চোট লাগে বাকি তিন জনের। একজনের কানে ও একজনের হাতের চোট গুরুতর। 

Advertisement

[ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু শিশুর, উত্তেজনা এনআরএস হাসপাতালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ