Advertisement
Advertisement

Breaking News

শহরেই গড়ে উঠছে দেশের বৃহত্তম কনভেনশন সেন্টার

আন্তর্জাতিক মানের এই সেণ্টারটি তৈরি করছে নগরোন্নয়ন দফতরের অধীন সংস্থা হিডকো৷

largest convention centre of country will be in kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2016 10:20 am
  • Updated:July 10, 2016 10:20 am

স্টাফ রিপোর্টার: দেশের বৃহত্তম কনভেনশন সেণ্টার তৈরি হচ্ছে নিউ টাউনে৷ আন্তর্জাতিক মানের এই সেণ্টারটি তৈরি করছে নগরোন্নয়ন দফতরের অধীন সংস্থা হিডকো৷ ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে এটি তৈরির কাজ সম্পূর্ণ হবে৷ নির্মাণের কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখে শনিবার নির্মীয়মাণ অডিটোরিয়ামে দাঁড়িয়ে একথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷

কনভেনশন সেণ্টারটিতে দু’টি মিনি অডিটোরিয়াম ও একটি বড় অডিটোরিয়াম থাকছে৷ বড় প্রেক্ষাগৃহটিতে সাড়ে তিন হাজার দর্শক বসতে পারবেন৷ আর মিনি হল দু’টিতে চারশো করে দর্শক বসবেন৷ পুরমন্ত্রী সেণ্টারের অন্যান্য সুবিধার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, ২৪ ঘণ্টা খোলা থাকবে এমন দু’টি রেস্তোরাঁ থাকছে৷ এছাড়াও কার পার্কিংয়ে একসঙ্গে ৬২০টি গাড়ি রাখা যাবে সেণ্টারের বেসমেণ্টে৷ পাশে একটি পাঁচতারা মানের হোটেলও তৈরি হচ্ছে৷ সেখানে ১২১টি গেস্ট রুম থাকছে৷ পুরমন্ত্রী উল্লেখ করেন, একদিকে যেমন রেন-ওয়াটার হার্ভেস্টিং-এর ব্যবস্থা থাকছে, অন্যদিকে সৌর বিদ্যুতেরও পরিকাঠামো থাকবে৷ বৃষ্টির জল ধরে রেখে পানীয় হিসাবে ব্যবহারের ব্যবস্থা থাকছে৷ সেণ্টারটি ২০১৭ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও মার্চেই শেষ হয়ে যাবে৷ তবে বাড়ি তৈরির সময় এবং পরবর্তীতে পরিকাঠামোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচেছ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর দিল্লির বিজ্ঞান ভবনের ধাঁচে এই সম্মেলন কক্ষ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন৷ সেণ্টারটিতে তথ্য প্রযুক্তির সর্বশেষ পরিকাঠামো এবং পরিষেবা থাকবে বলে জানান হিডকোর ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন৷

Advertisement

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ