Advertisement
Advertisement
Bus

যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ, এবার বাস স্টপেজে বসছে এলইডি টাইম টেবিল!

পরীক্ষামূলকভাবে যাত্রীসাথী অ্যাপে শুরু হচ্ছে টিকিট কাটা।

LED time tables will be installed in bus stoppage in Kolkata
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 29, 2024 8:59 am
  • Updated:November 29, 2024 1:24 pm  

নব্যেন্দু হাজরা: মেট্রোর ধাঁচে এবার সময়সরণি মেনে ছুটবে বাস। প্রত্যেক বাসস্টপে বসবে এলইডি স্ক্রিনের টাইম টেবিল। সেখানে দাঁড়িয়ে থাকা যাত্রীরা প্রতি মুহূর্তে দেখতে পাবেন, কোন রুটের বাস কখন আসবে। সরকারি-বেসরকারি উভয় বাসই সেখানে দেখা যাবে। শুধু কলকাতা নয়, সল্টলেক এবং কেএমডিএ এলাকাতেও প্রত্যেক বাসস্টপে এই টাইম টেবিল বসানো হবে বলে ঠিক হয়েছে। তবে কাজটি যে বেশ জটিল, তা মানছেন পরিবহণ দপ্তরের কর্তারাও।

শহরে সে-অর্থে নির্দিষ্ট করে দেওয়া বাসস্টপ নেই। তাছাড়া রাস্তায় রয়েছে যানজট। সেক্ষেত্রে সময় মেনে আদৌ কতটা বাস আসতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে যা ঠিক হয়েছে, পরিবহণ দপ্তরের সঙ্গে পুরসভা যৌথভাবে বাসস্টপ তৈরি করতে পারে। ঠিক হয়েছে, নির্দিষ্ট সময় অন্তর বাস ছাড়বে স্ট‌্যান্ড থেকে। পাশাপাশি নির্দিষ্ট স্টপ ছাড়া বাস দাঁড় করানো যাবে না বলে চালকদের পরিষ্কারভাবে জানিয়ে দেবে পরিবহণ দপ্তর। ধরা পড়লে সেক্ষেত্রে ওই বাসের বিরুদ্ধে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হবে। দুই বাসের রেষারেষি কমাতে নয়া গাইডলাইন আনছে রাজ‌্য সরকার। সেখানে বলা থাকবে, বাঁদিকের লেন দিয়েই বাস চালাতে হবে। রাস্তার মাঝখান দিয়ে কোনওভাবেই যাত্রী তোলা যাবে না।

Advertisement

অ‌্যাপের মাধ‌্যমে প্রত্যেক বাসের গতিবিধি দেখা হবে। যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরদের ব‌্যবহার কীরকম হওয়া উচিত ইত‌্যাদি একগুচ্ছ নির্দেশনামা প্রকাশিত করা হবে। শহরে দুর্ঘটনা কমাতে বাসের রেষারেষি বন্ধে উদ্বিগ্ন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় পুলিশ ও পরিবহণ দপ্তরকে ব‌্যবস্থা নিতে বলেন। তার পরই মেয়র ফিরহাদ হাকিমের উপস্থিতিতে পরিবহণমন্ত্রী পুলিশের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নয়া গাইডলাইন আনার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বাসেও এবার যাত্রীসাথী অ‌্যাপের মাধ‌্যমে টিকিট কাটা যাবে বলে ঠিক হয়েছে। ক‌্যাশলেস সিস্টেম পরীক্ষামূলকভাবে ‌১০ টি সরকারি বাসে চালুর সিদ্ধান্ত হয়েছে। এই প্রক্রিয়া জনপ্রিয় হলে কিউআর কোড ব‌্যবহার করে আরও বাসে এভাবে টিকিট কাটা শুরু হবে। এতদিন যাত্রীসাথী অ‌্যাপের মাধ‌্যমে ট‌্যাক্সি বুক করতেন যাত্রীরা। উল্লেখ্য, আজ, শুক্রবার বেসরকারি বাসের গতিবিধি নিয়ন্ত্রণ নিয়ে একটি বৈঠক হওয়ার কথা। সেখানে বাসচালক এবং কন্ডাক্টরদের আচরণ কীরকম হওয়া উচিত তা নিয়েও আলোচনা হবে। সেখানে পুলিশ, পরিবহণ দপ্তর এবং পুর কমিশনারদের উপস্থিত থাকার কথা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement