Advertisement
Advertisement
Lok Sabha Election 2024

কমিউনিটি ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা, বাংলায় গোপন বৈঠকে ভিনরাজ্যের পদ্মনেতারা

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিউনিটির লোকজনদের সঙ্গে মিটিং করছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা।

Lok Sabha Election 2024: BJP leaders held secret meeting to secure votes

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 16, 2024 12:06 pm
  • Updated:May 16, 2024 12:23 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পশ্চিমবঙ্গে বসবাসকারী ভিনরাজ্যের ভোটারদের বিজেপিকে ভোট দিতে কার্যত বাধ‌্য করা হচ্ছে বলে অভিযোগ। লোকসভা নির্বাচনে(Lok Sabha Election 2024) বাংলায় ভোট প্রচারে আসছেন বিভিন্ন রাজ্যের মুখ‌্যমন্ত্রীরা। বাংলায় বসবাসকারী বিভিন্ন রাজ্যের ‘কমিউনিটি’-র লোকজনের সঙ্গে আলাদা করে বৈঠকও করছেন ভিন রাজ্যের মুখ‌্যমন্ত্রীরা। সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে কার্যত ভোট প্রচার চলছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিউনিটির লোকজনদের সঙ্গে মিটিং করছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা। বাংলায় বারে বারে এসে ভোট প্রচারে করছেন রাজস্থানের মুখ‌্যমন্ত্রী ভজনলাল শর্মা, উত্তরাখণ্ডের মুখ‌্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, অসমের মুখ‌্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরপ্রদেশের মুখ‌্যমন্ত্রী যোগী আদিত‌্যনাথ থেকে শুরু করে ত্রিপুরার মুখ‌্যমন্ত্রী মানিক সাহাও।

কলকাতা-সহ রাজ্যে মারোয়ারি, গুজরাটি, উত্তর ভারতীয়, বিহারি, ওড়িয়া, তামিল, অসমীয়াদের বসবাস করেন। সূত্রের খবর, ভিন রাজ্যের বিজেপি নেতারা এসে বিভিন্ন কমিউনিটির লোকেদের সঙ্গে বৈঠকে বলে তাদের পদ্মফুলে ভোট দিতে বলছেন। বিভিন্ন জায়গাতেই এই বৈঠক করছে বিজেপি। সেখানে ডাকা হচ্ছে বিভিন্ন সম্পরদায়ের লোকজনকে। কলকাতাও এর ব‌্যতিক্রম নয়। উল্লেখ‌্য, বাংলায় সমস্তধরণের মানুষ ববাস করেন। তাদের মধ্যে কোনও সাম্প্রদায়িক মেরুকরণের বিষয় নেই। বাঙালিদের সঙ্গে মিশেই বাংলায় অন‌্যান‌্য কমিউনিটির মানুষজন একসঙ্গে বসবাস করছেন। তাঁরা সব সময়ই নির্বাচনে তাদের পছন্দের দলকেই ভোট দেয়। সেটাই স্বাভাবিক। সেই সমস্ত কমিউনিটির ভোটারদের মধ্যে বাম আমলে যেমন সিপিএমের প্রভাব ছিল। এখন তৃণমূলের প্রভাব রয়েছে। তবে ভোটটা প্রত্যেকেই নিজের পছন্দ মতো দেন।

Advertisement

[আরও পড়ুন: পাঠান-আজাদদের ভোট শেষ, এবার তৃণমূলের মূল হাতিয়ার ‘বহিরাগত’ ইস্যু]

সূত্রের খবর, অভিযোগ উঠেছে, ভিন রাজ্যের বিজেপি নেতারা এসে এইসব কমিউনিটির লোকজনদের পদ্ম ফুলে ভোট দেওয়ার জন‌্য প্রভাবিত করছে বলে। যা আগে কখনও হয়নি। হুগলি-সহ একাধধিক জায়গায় উত্তরাখণ্ডের মুখ‌্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সভার পাশাপাশি একাধিক মিটিং করেছেন। কলকাতা, হুগলি-সহ একাধিক জায়গায় প্রচারে ঘুরছেন রাজস্থানের মুখ‌্যমন্ত্রী ভজনলাল শর্মা। আবার গুজরাতের প্রাক্তন মুখ‌্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও আসছেন বাংলায় ভোট প্রচারে। শেষ দফার ভোটের আগে কলকাতাজুড়েও ভিন রাজ্যের বিজেপি নেতারা প্রচারের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির লোকজনদের সঙ্গে গোপন বৈঠক করবেন বলে জানা গিয়েছে। বুধবার রাতেও কলকাতায় এসে ভজনলাল শর্মা হাওড়া ও উত্তর কলকাতায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি ও গোপন বৈঠকে অংশ নেন। মুর্শিদাবাদ, আসানসোল ও বীরভূমে এসেছেন উত্তরপ্রদেশের মুখ‌্যমন্ত্রী যোগী আদিত‌্যনাথ। কৃষ্ণনগর ও বারাকপুরে প্রচারে এসেছেন অসমের মুখ‌্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অভিযোগ, যেখানে অন‌্য রাজ্যের যে যে কমিউনিটির লোকজন আছেন সেই সেই রাজ্যের বিজেপি নেতাদের দিয়েই সেখানে গোপন প্রচার চালানো হচ্ছে। তারা যাতে পদ্ম ফুলে ভোট দেয় সেজন‌্য তাদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ