Advertisement
Advertisement
Congress

সাড়া নেই তৃণমূল-সিপিএমের, হতাশ হয়ে ৪২ আসনেই প্রার্থী ঠিক করল প্রদেশ কংগ্রেস

বাংলার ৪২ আসনেই প্রার্থী ঠিক করল প্রদেশ কংগ্রেস, পাঠানো হল দিল্লিতে। এখন চূড়ান্ত সম্মতির অপেক্ষা। কারা রয়েছেন তালিকায়? দেখে নিন একঝলকে।

Lok Sabha Election 2024: Congress likely to finalize candidate for all seats in West Bengal
Published by: Sucheta Sengupta
  • Posted:March 3, 2024 8:47 pm
  • Updated:March 3, 2024 9:00 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: INDIA জোটের শরিকদের তরফে তেমন সাড়া আর মিলছে না। রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলগুলি নিজেদের পছন্দমতো আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নিচ্ছে। বাংলায় জোট নিয়ে জট আরও বেশি। আসন সমঝোতা নিয়ে কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC) এখনও সহমত হতে পারেনি। এদিকে, বাংলায় ৪২ আসনে একাই লড়াইয়ের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল ও বিজেপি বিরোধী লড়াইয়ে নামতে অধীররঞ্জন চৌধুরীরা (Adhir Ranjan Chowdhury) আগ্রহী থাকলেও আলিমুদ্দিন এখনও সবুজ সংকেত দেয়নি। এই অবস্থায় খানিকটা হতাশ হয়ে ৪২ আসনেই প্রার্থীর নাম ঠিক করে ফেলল প্রদেশ কংগ্রেস সভাপতি (PCC)। রবিবার দলের নির্বাচন কমিটির বৈঠকের পর সেই তালিকা পাঠানো হল দিল্লিতে, এআইসিসি-র কাছে। এবার চূড়ান্ত সম্মতির অপেক্ষা।

সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা –

Advertisement
  • বহরমপুর – অধীররঞ্জন চৌধুরী
  • দার্জিলিং – শংকর মালাকার
  • পুরুলিয়া – নেপাল মাহাতো
  • তমলুক – লক্ষ্মণ শেঠ
  • বালুরঘাট – সৌরভ প্রসাদ
  • যাদবপুর – সৌম‌্য আইচ
  • মালদহ দক্ষিণ – ইশা খান চৌধুরী
  • উত্তর কলকাতা – রণজিৎ মুখোপাধ‌্যায়
  • দক্ষিণ কলকাতা – আশুতোষ চট্টোপাধ‌্যায়

[আরও পড়ুন: মুম্বইয়ে পারমাণবিক পণ্য-সহ আটক পাক জাহাজ! ইসলামাবাদ বলল ওটা, ‘মামুলি যন্ত্র’]

তবে ডায়মন্ড হারবার (Diamond Harbour) আসনটি নওশাদ সিদ্দিকিকে ছাড়া হতে পারে বলে খবর। আর মুর্শিদাবাদ (Murshidabad) আসনটিতে মহম্মদ সেলিম প্রার্থী হিসেবে দাঁড়ালে সেখানে তাঁকেই সমর্থন জানাবে কংগ্রেস। এনিয়ে যুব সভাপতি আজহার মল্লিক বলেছেন, “যুবদের কথা ভেবে কিছু আসন তাদের জন‌্য দলের মধ্যে সংরক্ষিত রাখা উচিত। তাতে যুব সম্প্রদায় রাজনীতিতে আসতে, বিশেষ করে কংগ্রেসে আসতে আগ্রহ পাবে।”

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য প্রত্যেক শহরে শাখা স্থাপন, সমবায় ব্যাঙ্কের যৌথ সংগঠন NUCFDC-র উদ্বোধন অমিত শাহর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ