Advertisement
Advertisement
LPG Price

LPG Price Hike: পুজোর মুখেই মধ্যবিত্তের মাথায় হাত, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দামও।

LPG price hiked By Rs 15 in Kolkata | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 6, 2021 10:48 am
  • Updated:October 6, 2021 11:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মুখে মধ্যবিত্তদের জন্য দুঃসংবাদ। জুলাই-আগস্ট-সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেই ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের (LPG Price Hike) দাম। তাও আবার একধাক্কায় ১৫ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। সবমিলিয়ে পুজোর আগেই মধ্যবিত্তের হেঁশেলে ফের মূল্যবৃদ্ধির ছ্যাঁকা। রান্নার গ্যাস-সহ পেট্রল-ডিজেলের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়বে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও।

 

Advertisement

LPG Subsidy: Centre plans new scheme for cooking gas cylinders?

Advertisement

 

এখন প্রতি মাসেই বদলাচ্ছে রান্নার গ্যাসের দাম। গত তিন মাস ধরেই ঊর্ধ্বমুখী ১৪.২ কেজি এলপিজির দাম। পুজোর মাসেও তার ব্যতিক্রম হল না। একধাক্কায় অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে কলকাতায় ৯১১ টাকা ছিল এলপিজি সিলিন্ডারের দাম। অক্টোবরে তা বেড়ে হল ৯২৬ টাকা। গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকছে না ভরতুকিও। এলপিজি সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে এলপিজির উপাদানগুলির দাম বেড়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই বাড়ানো হচ্ছে দাম।

 

[আরও পড়ুন: রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের]

Petrol-Diesel Price hikes again

শুধু রান্নার গ্যাস নয়। বেড়েছে পেট্রল-ডিজেলের দামও। বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি পেট্রল বিকোচ্ছে লিটার প্রতি ১০৩ টাকা ৬৫ পয়সায়। বুধবারের তুলনায় ২৯ পয়সা বেড়েছে পেট্রলের দাম। ঊর্ধ্বমুখী ডিজেলের দামও। বুধবারের তুলনায় ৩৬ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৯৪ টাকা ৫৩ পয়সায়। দিল্লি, মুম্বই, চেন্নাইতেও বেড়েছে জ্বালানির দাম।

 

[আরও পড়ুন: পুজোর আগেই সারানো হবে রাজ্যের সব রাস্তা, বরাদ্দ ২০০ কোটি টাকা]

Reasons behind the defeat of BJP in Bengal in Assembly polls
ফাইল ছবি

প্রসঙ্গত, চলতি বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর নিয়মিত বৃদ্ধি পেয়েছে জ্বালানির মূল্য। করোনার মধ্যে আর্থিক সংকটে ভুগতে থাকা সাধারণ মানুষের কপালের ভাঁজও গভীর হয়েছে। এরপর গত ২২ আগস্ট সামান্য কমেছিল দাম। কিন্তু ফের তা বাড়তে শুরু করেছে। তবে আন্তর্জাতিক বাজারে বর্তমানে জ্বালানি তেলের দাম স্থিতিশীল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ